Logo

বিনোদন

ল্যাটিন আমেরিকার শীর্ষ ওয়েব ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার বাংলাদেশের বিচারক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২২:০৩

ল্যাটিন আমেরিকার শীর্ষ ওয়েব ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার বাংলাদেশের বিচারক

সাদেক সাব্বির

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সাদেক সাব্বির ব্রাজিলে আয়োজিত আন্তর্জাতিক ওয়েব সিরিজ উৎসব ‘রিও ওয়েবফেস্ট ২০২৫’-এ বিচারক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি টেকনিক্যাল জুরি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন, যা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। এই প্রথমবার কোনো বাংলাদেশি নির্মাতা এই মর্যাদাপূর্ণ উৎসবের বিচারক প্যানেলে স্থান পেলেন।

‘রিও ওয়েবফেস্ট’ ল্যাটিন আমেরিকার অন্যতম বৃহৎ ওয়েব সিরিজ উৎসব এবং বিশ্বব্যাপী ওয়েব কনটেন্ট ও স্বাধীন নির্মাতাদের কাজকে আন্তর্জাতিকভাবে মূল্যায়নের অন্যতম মঞ্চ। ব্রাজিলের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই উৎসব ২০২৫ সালে তার ১১তম আসর উদযাপন করছে।

উৎসবে প্রতিবছর বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে জমা পড়ে হাজারের বেশি ওয়েব সিরিজ। এর মধ্য থেকে প্রায় ৩০০টি নির্বাচিত প্রোডাকশন ৮০টিরও বেশি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেয়। 

সাদেক সাব্বির একজন উদীয়মান চলচ্চিত্র নির্মাতা ও ডিজিটাল স্টোরিটেলার হিসেবে পরিচিত। তিনি ‘উইন৬৪ প্রোডাকশন’র প্রতিষ্ঠাতা এবং স্বাধীনভাবে শর্টফিল্ম, ডকুমেন্টারি ও ওয়েব প্রজেক্ট নির্মাণ করে আসছেন। তার কাজ দেশি-বিদেশি বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে। তিনি জেন্ডার ভিত্তিক সহিংসতা নিয়ে নির্মিত কাজের জন্য ‘ইউএনডিপি অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেন এবং সাউথ কোরিয়ার ইয়সু ইন্টারন্যাশনাল ওয়েব ফেস্টে সরকারি আমন্ত্রণে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর