এল ‘অ্যাভাটার-৩ : ফায়ার অ্যান্ড অ্যাশ’র প্রথম ট্রেলার

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২২:০৯

বহুল প্রতীক্ষিত হলিউড ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার’র তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’র প্রথম ট্রেলার অবশেষে প্রকাশ পেয়েছে। সিনেমাটির পরিচালক জেমস ক্যামেরন এ যাত্রায় দর্শকদের নিয়ে যাচ্ছেন পান্ডোরার আগ্নেয়, অগ্নিময় এক নতুন জগতে।
ট্রেলারটি প্রথম প্রদর্শিত হয় সম্প্রতি মুক্তি পাওয়া ‘The Fantastic Four : First Steps’ সিনেমার আগে নির্দিষ্ট কিছু সিনেমা হলে। এরপর সোমবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে অনলাইনে প্রকাশ পেল ট্রেলারটি।
ট্রেলারের শুরুতেই দর্শকদের সামনে হাজির হয় নতুন এক ক্ল্যান— অ্যাশ ক্ল্যান, যারা বাস করে পান্ডোরার আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে। এই ক্ল্যানের নেতৃত্বে রয়েছে ভারাং, যার চরিত্রে অভিনয় করেছেন ওনা চ্যাপলিন।
ভারাং ট্রেলারে স্পষ্ট বার্তা দেন কিরিকে— ‘তোমার দেবী এখানে আর শাসন করে না’। এই সংলাপের মাধ্যমে বোঝা যায়, এবারের সংঘাত শুধুমাত্র মানুষ বনাম নাভি নয়, বরং নাভি গোষ্ঠীগুলোর মধ্যেও বিভাজন তৈরি হয়েছে।
ট্রেলারে আরও দেখা যায়, জ্যাক সালি ও নেইটিরি’র পরিবার, যারা আগের কিস্তির একটি বড় ক্ষতির স্বীকার হয়েছিলেন। তাদের সন্তানের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছে। মানবসন্তান স্পাইডার এবার একটি বড় সংকটে পড়ে। কারণ, পানির বাইরে সে শ্বাস নিতে পারে না এবং তাকে ঘিরেই ঘটতে পারে বড় বিপদ।
‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির পরিচিত সৌন্দর্যপূর্ণ দৃশ্যাবলি এবার আরও গাঢ় হয়ে ফিরে এসেছে আগুন ও ছাইয়ের থিমে। আগের জলজ জগতের প্রাণী যেমন পায়াকান এবং স্কাই শিপ এখনও রয়ে গেছে। কিন্তু এবার নতুন আবহে সংযুক্ত হয়েছে জ্বালামুখ, লাভা নদী ও আগ্নেয় ঝড়ের মতো দৃশ্য।
‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিশ্বব্যাপী মুক্তি পাবে এ বছরের ১৯ ডিসেম্বর। ২০০৯ সালে প্রথম ‘অ্যাভাটার’ মুক্তির পর থেকে এই সিরিজটি এক ভিজ্যুয়াল বিপ্লব তৈরি করে। দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’–এর পর এই তৃতীয় অধ্যায় নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী।
জেমস ক্যামেরনের কল্পনাশক্তি ও প্রযুক্তির অসাধারণ সমন্বয়ে তৈরি ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ ইতোমধ্যে ট্রেলারের মাধ্যমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যুদ্ধ, পারিবারিক টানাপোড়েন, নতুন শত্রু এবং অজানা ভূমির রহস্য— সব মিলিয়ে এবারের ‘অ্যাভাটার’ হতে চলেছে আরও বিস্ফোরক।
২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ এবং ২০২২ সালের দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ সর্বকালের সবচেয়ে বেশি আয়ের সিনেমার তালিকায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে। দুই পর্ব মিলিয়ে বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৫.২ বিলিয়ন ডলার। ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’র পর ২০২৯ ও ২০৩১ সালে মুক্তি পাবে ‘অ্যাভাটার’র আরও দুটি কিস্তি।
এসএসকে/এইচকে