Logo

বিনোদন

‘ওয়াও, হাবিবি’ ধ্বনিতে চিৎকার দর্শকদের

১০৩ ডিগ্রি জ্বর নিয়েও মঞ্চ কাঁপালেন রাজ রিপা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৬:০২

১০৩ ডিগ্রি জ্বর নিয়েও মঞ্চ কাঁপালেন রাজ রিপা

অ্যাওয়ার্ড মঞ্চে রাজরীপা

নবাগত চিত্রনায়িকা রাজ রিপা কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। দেখা গেছে নামদামি বেশকিছু বিজ্ঞাপনেও। কাজের প্রতি তার অসাধারণ নিবেদন বরাবরই প্রশংসনীয়। এবার ১০৩ ডিগ্রি জ্বর নিয়েও মঞ্চ কাঁপালেন রাজ রিপা।

জানা যায়, সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের র‌্যাম্পে হেঁটেছেন তিনি। সেদিন তিনি অসুস্থ ছিলেন। ১০৩ ডিগ্রি জ্বর ছিল বলে জানান। রাজ রিপা বলেন, ‘মঞ্চে যখন উঠি তখন শুনতে পেরেছিলাম আমার দর্শকের ভালো লাগার চিৎকার। কষ্টটা তখনই সফল হয়, যখন মানুষ আমাকে পছন্দ করে সাপোর্ট করে। শো স্টপার হিসেবে এই প্রথম আমার র‌্যাম্পে হাঁটা তাও শরীরে ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে।’

তিনি আরও বলেন, ‘ওয়াও, হাবিবি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা,  বলে মানুষের হৈহুল্লোড়-চিৎকার আমার কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের এই উৎসাহে র‌্যাম্পে রেগুলার পাবেন ইনশাআল্লাহ।

২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রিপা। ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমাতেও কাজ করেছেন ঢালিউডের এই নতুন নায়িকা। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। সর্বশেষ তাকে দেখা যায় ‘ময়না’ নামের সিনেমায়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর