Logo

বিনোদন

ফেসবুকে বিকৃত ছবি, খেপলেন সাদিয়া আয়মান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:৫২

ফেসবুকে বিকৃত ছবি, খেপলেন সাদিয়া আয়মান

অভিনেত্রী সাদিয়া আয়মান

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI- আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এর অপব্যবহার। এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন নামী তারকার ছবি ও ভিডিও নকল করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে যেমন তৈরি হচ্ছে বিভ্রান্তি, তেমনি সম্মানহানির শিকার হচ্ছেন তারকারা। এ নিয়ে এবার প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনোভাবটাই বেশি ফুটে ওঠে।”

সাদিয়া আরও লেখেন, “২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে! এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!”

তিনি তার অনুসারী ও দর্শকদের অনুরোধ করে বলেন, “যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন।”

তিনি জানান, এই বিষয়টি তিনি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করেছেন, এবং তারাই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।

বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তি যেমন নানা ক্ষেত্রকে উন্নত করেছে, তেমনি এর ভুল ব্যবহারে সৃষ্টি হচ্ছে সামাজিক ও নৈতিক সঙ্কট। সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো এবং আইনগত পদক্ষেপ জোরদার করার তাগিদও দিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ‘ডিপফেইক’ ও ‘ফেস-সোয়াপ’ ভিডিও এখন সাধারণ মানুষের কাছেও সহজলভ্য হওয়ায় এর অপব্যবহার বেড়েছে কয়েকগুণ। অনেক সময় এসব ভুয়া কনটেন্ট ব্যবহার করে হয়রানি, ব্ল্যাকমেইল বা চরিত্রহননের মতো ঘটনা ঘটছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন নাটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর