Logo

বিনোদন

২৭ বছর পর রিমেক হচ্ছে নচিকেতার সেই গান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২১:১৭

২৭ বছর পর রিমেক হচ্ছে নচিকেতার সেই গান
বাংলাদেশ-ভারতের জনপ্রিয় রোমান্টিক ছবি ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। প্রথমে টেলিভিশনে প্রদর্শনের পর সিনেমা হলে মুক্তি পেয়ে রেকর্ড গড়েছিল বক্স অফিসে। ফেরদৌস ও প্রিয়াঙ্কার রসায়ন, সঙ্গে নচিকেতা চক্রবর্তীর গানগুলো জয় করে নিয়েছিল দুই বাংলার দর্শত-শ্রোতার মন। আজও গানগুলো বাজে মুখে মুখে। গানের সুরে কথায় ফিরে আসে নব্বই দশকের নস্টালজিয়া।

২৭ বছর পর সেই ছবিটি রিমেক হচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে। পরিচালনা করছেন কামরুজ্জামান। এতে থাকছে পুরোনো সিনেমার জনপ্রিয় তিনটি গানের রিমেকও। সঙ্গে দুটি নতুন গানও থাকবে।

পরিচালক কামরুজ্জামান জানান, ‘‘হঠাৎ বৃষ্টি’ একটি স্মরণীয় সিনেমা। এর গানগুলো এখনও মানুষের মনে গেঁথে আছে। তাই শ্রদ্ধা রেখে তিনটি গান নতুন সংগীতায়োজনে পুনরায় ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি দুটি একেবারে নতুন গানও থাকছে।
পুরোনো তিনটি গানের মধ্যে রয়েছে ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘সোনালি প্রান্তরে’ ও ‘একদিন স্বপ্নের দিন’। এই তিনটি গানই গেয়েছিলেন নচিকেতা চক্রবর্তী। এবার নতুন সংগীতায়োজনে প্রথম দুটি গান গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা অপু আমান। আর ‘একদিন স্বপ্নের দিন’ গানটি দ্বৈতভাবে গেয়েছেন অপু ও অনুপমা মুক্তি।

নতুন দুটি গানের মধ্যে একটি হলো ‘একটি গল্প অল্প অল্প’। এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত পরিচালনায় আছেন ইমন সাহা। সম্প্রতি মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটির ভিডিও চিত্রায়ন হয়েছে রাঙামাটির পাহাড়ি লোকেশনে। নৃত্য পরিচালনা করেছেন জাকির হোসেন।
অন্য নতুন গানটির কাজ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান নির্মাতা।

মূল ‘হঠাৎ বৃষ্টি’তে নতুন মুখ হিসেবে এসেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা। তারা তৎকালীন দর্শকের মন জয় করেছিলেন। ‘আবার হঠাৎ বৃষ্টি’ ছবিতেও থাকছে নতুন জুটি আরিয়ান সরোয়ার ও রাদিফা। পরিচালক বলছেন, ‘ওরা দুজন খুব মন দিয়ে কাজ করছে। যদি দর্শক গ্রহণ করেন, তাহলে বাংলা সিনেমা পাবে নতুন দুই প্রতিভাবান অভিনয়শিল্পী।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন মৌ খান, কায়েস আরজু, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, আজাদ আবুল কালাম প্রমুখ।
যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্র। আগামী বছরের বিশ্ব ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে বলে জানান পরিচালক।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলা গান বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর