Logo

বিনোদন

স্বামীর ক্যানসারে কেঁদে কেটেও কিছুই পাননি

ডলি জহুরের ৩৪ লাখ ‘টাকা মেরে দিয়েছেন’ পরিচালকরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৫:৩০

ডলি জহুরের ৩৪ লাখ ‘টাকা মেরে দিয়েছেন’ পরিচালকরা

৩৪ লাখ টাকা পাওনা রেখে সিনেমা ছেড়েছেন বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী ডলি জহুর। তবে স্বামী ক্যানসার আক্রান্ত হলে জীবনের কঠিন সময়ে ‘কেঁদেকেটে চেয়েও’ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পাওনা টাকার এক পয়সাও পাননি তিনি। 

বুধবার (৩০ জুলাই) রাজধানীর উত্তরায় প্রখ্যাত এই অভিনেত্রী সাংবাদিকদের বলেন, সেই সময় আমি অনেক সিনেমায় অভিনয় করেছি, অনেকের কাছে টাকা পেতাম। কেঁদে কেঁদে বলছি, ‘কিছু টাকা তুলে দেন, স্বামীর চিকিৎসা করাতে ব্যাংককে নেব। আমার পাওনা টাকা তুলে দিতে যাকে দ্বায়িত্ব দিলাম তার কাছেও টাকা পেতাম। এরপর আর ওই লোক যোগাযোগ করেননি। নিজেও কোনো টাকা দেননি। এমন কঠিন সময়ে এক পাই-পয়সাও ইন্ডাস্ট্রি থেকে পাইনি।’

এই টাকার আশা ছেড়ে দিয়েছেন ডলি জহুর। যাদের কাছে টাকা পান তাদের নামও প্রকাশ করেননি, পিছে তারা ছোট হন। যারা টাকা মেরে দেন, অন্যকে ঠকান তারা ভালো থাকে কি না- সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে তার সরল জবাব, আল্লাহ ভালো জানেন। 

ডলি বলেন, ‘সারা জীবন অভিনয় করে গেছি ভালোবেসে। বিনিময়ে কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। সম্মান-ভালোবাসা যা পেয়েছি তা আল্লাহর ইচ্ছায়, আমি তার কাছে অনেক কৃতজ্ঞ।’

অস্ট্রেলিয়াতে ছেলে ও নাতিদের নিয়ে খুব ভালো থাকেন উল্লেখ করে গুণী এই অভিনেত্রী বলেন, ‘দেশের মানুষের ভালোবাসার টানেই দীর্ঘ নয় মাস পরে এক প্রকার জোর করে দেশে এসেছি। এদের ছেড়ে আমি কোথায় যাব? এই ভালোবাসা তো আল্লাহ চেয়েছেন বলেই পেয়েছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াকালীন মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত হন ডলি জহুর। পরে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে এইসব দিনরাত্রি, অক্টোপাস, সুখের উপমা, আন্তরিক, একদিন হঠাৎ, শেষ পত্র, চুপি চুপি, ক্ষণিকালয় উল্লেখযোগ্য। নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে মা চরিত্রে ডলি জহুর ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর সারা জীবনের কাজের জন্য ২০২১ সালে পেয়েছেন আজীবন সম্মাননা। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নতুন বউ’, ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমণি’, ‘কুলি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘আনন্দ অশ্রু’, ‘দীপু নাম্বার টু’, ‘স্বপ্নের নায়ক’, ‘বাবা কেন চাকর’, ‘অনন্ত ভালোবাসা’, ‘হৃদয়ের কথা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘সন্তান আমার অহংকার’ ইত্যাদি।

গত ১৭ জুলাই ৭০ বছর পূর্ণ করেন অভিনেত্রী ডলি জহুর। জীবনের এই পর্যায়ে এসে মানুষের কাছে তার চাওয়া কী, এমন প্রশ্নে তিনি বলেছিলেন, ‘ভালোবাসাটুকু যেন সত্যি হয়, নিখাদ হয়। সেটুকুই চাওয়া।’ 

এইচকে/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর