Logo

বিনোদন

তপন বাগচীর কথায় শফি মন্ডলের কণ্ঠে নতুন গান ‘আরশিনগর’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৫:১৭

তপন বাগচীর কথায় শফি মন্ডলের কণ্ঠে নতুন গান ‘আরশিনগর’

আধ্যাত্মিক লোকসঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শফি মন্ডল এবার আত্মানুসন্ধানী মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত গীতিকবি ও গবেষক ড. তপন বাগচীর লেখা এবং হাবিব মোস্তফার সুরে ‘আরশিনগর’ শিরোনামে গানটি সম্প্রতি প্রকাশ পেয়েছে। সঙ্গীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ।

গানটির ভিডিও প্রকাশ হয়েছে ‘গানচিল ফোক’-এর ইউটিউব চ্যানেলে। 

গানটির বিষয়ে শফি মন্ডল বলেন, ‘বাংলার লোকগানে আমি বহু সাধকের রচনায় কণ্ঠ দিয়েছি। তপন বাগচী রচিত ‘আরশিনগর’ গানটির বাণীতে আমি যেন আবারও সেই আধ্যাত্মিক পরিমণ্ডলে প্রবেশ করলাম। গানটি যেন এক অন্তর্জাগতিক প্রশ্নবোধে ঘেরা— শ্রোতার মনে আত্মসন্ধানের তৃষ্ণা জাগাবে।’

গানের গীতিকার ড. তপন বাগচী বলেন, ‘এই সময়ের শ্রেষ্ঠ লোককণ্ঠ শফি মন্ডলের কণ্ঠে আমার গান তুলে দিতে পারা আমার সৌভাগ্য। হাবিব মোস্তফার সুরে বাউল ঢংটি অসাধারণভাবে এসেছে, আর অণু মোস্তাফিজের সংগীতায়োজন গানটিকে আরও জীবন্ত করে তুলেছে।’

সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘শ্রদ্ধেয় শফি মন্ডলের কণ্ঠে আমার সুর বসবে— এটা আমার কাছে অলৌকিক অভিজ্ঞতা। আশা করি, এই গানও তার আগের গানের মতোই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।’

সংগীত পরিচালক অণু মোস্তাফিজ জানান, ‘তপন বাগচীর গানে ছন্দ ও অন্ত্যমিল এত নিখুঁত থাকে যে সংগীতায়োজনে কখনো বেগ পেতে হয় না। তার বাণীর সঙ্গে হাবিবের সুর যুক্ত হলে গানটির ভেতর নিজেই একটা মাধুর্য তৈরি হয়ে যায়।’

এর আগে ড. তপন বাগচীর লেখা গান গেয়েছেন ফকির আলমগীর, চন্দনা মজুমদার, শাহীন সামাদ, ফাহমিদা নবী, কোনাল, এলিটা করিম, সুজিত মোস্তফা, সঞ্জয় রায়সহ অনেকেই। এবার শফি মন্ডলের কণ্ঠে ‘আরশিনগর’ গানটিও সেই ধারাবাহিকতায় শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর