Logo

বিনোদন

কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৭:৫৯

কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল

পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) তাকে আট দিনের রিমান্ডে নিয়েছে।

শান্তাকে গত বুধবার (৩০ জুলাই) দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকার বিজয়নগরে তার ভাড়া বাসা থেকে আটক করা হয়। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস– এর বরাতে জানা গেছে, শান্তার বাসা থেকে ভারতীয় দুটি আধার কার্ড, একটি ভোটার আইডি, বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও একটি বাংলাদেশি এয়ারলাইন্সের পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অ্যাপভিত্তিক ক্যাব সার্ভিসের ব্যবসার আড়ালে কিছু অসঙ্গতি নজরে আসে। ২০২৩ সাল থেকে কলকাতায় বসবাস করলেও তার পরিচয় ও ঠিকানা নিয়ে নানা ধরনের বিভ্রান্তি পাওয়া গেছে। তদন্তকারীদের মতে, শান্তা নিজেই একাধিক সময় আলাদা পরিচয় ব্যবহার করেছেন এবং এ নিয়ে সাম্প্রতিক সময়ে ঠাকুরপুর থানায় একটি প্রতারণার মামলাও দায়ের করেছিলেন।

এই মামলার সূত্র ধরেই শান্তার অতীত ও ভারতীয় নাগরিকত্ব সংশ্লিষ্ট কাগজপত্র ঘিরে পুলিশ তদন্ত শুরু করে। শান্তা ভারতের নাগরিক কীভাবে হলেন, তার কোনো পরিষ্কার ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এতে সন্দেহ আরও বেড়েছে যে, তার পেছনে একটি সংগঠিত চক্র কাজ করছে।

শান্তার সঙ্গে থাকা এক পুরুষ সঙ্গীকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তবে এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি।

কলকাতা পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি আন্তদেশীয় পরিচয়পত্র জালিয়াতি ও জাল নথি ব্যবহারের বড় কোনো চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শান্তার স্বামীকেও তদন্তের আওতায় আনা হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর