হুড়োহুড়িতে ভেঙে পড়ল মূল ফটক
ইমন-কেয়া-তাসকিনকে দেখতে জনস্রোত

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৯:৪৭

বগুড়ায় বৃহস্পতিবার বিকেলের দৃশ্যটা ছিল যেন তারকাবহুল কোনো সিনেমার দৃশ্য। শহরের কেন্দ্রস্থল পুলিশ প্লাজায় হারল্যান কসমেটিকসের নতুন শোরুম উদ্বোধনে হাজির হন জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদ, জনপ্রিয় অভিনেতা ইমন, এবং অভিনেত্রী কেয়া পায়েল। এই তিন তারকার উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।
তাদের আগমনের খবরে সকাল থেকেই ভক্তদের ভিড় বাড়তে থাকে। দুপুর গড়াতেই সেটি জনস্রোতে রূপ নেয়। হাজারো মানুষের ঢল নেমে আসে শুধু এক ঝলক দেখতে কিংবা একটি ছবি কিংবা অটোগ্রাফ পেতে। এসময় অনেকে মোবাইল উঁচিয়ে ধরে রাখেন ঘণ্টার পর ঘণ্টা।
তবে ভক্তদের অতিরিক্ত চাপে একপর্যায়ে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। অনুষ্ঠানে প্রবেশের সময় হুড়োহুড়িতে পুলিশ প্লাজার মূল ফটক ভেঙে পড়ে। এতে কয়েকজন সামান্য আহত হন। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। শেষে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারকাদের দ্রুত অনুষ্ঠানস্থলে পৌঁছে দেওয়া এবং অনুষ্ঠান শেষে নিরাপদে বের করে আনতে পুলিশকে ব্যাপক তৎপরতা চালাতে হয়।
তবে এতকিছুর মধ্যেও অনেক ভক্ত নিজেদের প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পেরে হতাশ হয়ে ফিরতে বাধ্য হন। তবুও বগুড়ার সাধারণ মানুষের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে— তিন তারকার এমন মিলনমেলার সাক্ষী হয়ে।