শেষ হলো ৩৩ বছরের অপেক্ষা
প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ২১:৪৩

বলিউডের বাদশা তিনি। কোটি ভক্তের ভালোবাসা, একের পর এক ব্লকবাস্টার ছবি, বিশ্বব্যাপী জনপ্রিয়তা- সবই রয়েছে তার অর্জনের তালিকায়। কিন্তু একটি জাতীয় সম্মান এতদিন ছিল অধরা। অবশেষে ভাঙলো অপেক্ষার প্রাচীর। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
২০২৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন তিনি। এ বছর অনুষ্ঠিতব্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননায় ভূষিত হচ্ছেন বলে জানিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
২০২৩ সাল ছিল শাহরুখ খানের জন্য ঘুরে দাঁড়ানোর বছর। ‘পাঠান’ দিয়ে বছর শুরু করে ‘জওয়ান’ এবং ‘ডানকি’ তিনটি ছবিই বক্স অফিসে বাজিমাত করে। ‘জওয়ান’-এ দ্বৈত চরিত্রে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়, যেখানে তিনি তুলে ধরেন সামাজিক অবিচার, রাজনৈতিক দুর্নীতি এবং নারীর ক্ষমতায়নের বিষয়। অন্যদিকে, ‘পাঠান’-এ দুর্ধর্ষ অ্যাকশন অবতারে দেখা যায় তাকে, যা বলিউডে স্পাই ইউনিভার্সকে আরও জনপ্রিয় করে তোলে।
পুরস্কার ঘোষণার পর শাহরুখ খান এক বিবৃতিতে বলেন, ‘এই সম্মান শুধু আমার একার নয়, আমার পরিচালকের, সহশিল্পীদের, ভক্তদের এবং সেই সব মানুষের, যারা এত বছর ধরে আমাকে ভালোবেসেছেন। অনেক দেরি হলেও এই স্বীকৃতি সত্যিই আবেগঘন এক মুহূর্ত এনে দিয়েছে আমার জীবনে।’
শাহরুখের আগে আমির খান, অজয় দেবগণ, হৃতিক রোশন এমনকি আয়ুষ্মান খুরানা পর্যন্ত জাতীয় পুরস্কার পেয়েছেন। কিন্তু শাহরুখ খান এতদিন কেন পাননি, সে প্রশ্ন বরাবরই ছিল আলোচনায়। অনেকেই মনে করেন, তার জনপ্রিয়তা ও বাণিজ্যিক সফলতা বরাবরই তাকে পুরস্কার থেকে দূরে রেখেছে। অবশেষে তার শিল্পীসত্তার জয় হয়েছে।
পুরস্কার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে #SRKNationalAward ট্রেন্ড করছে। ভক্তদের অনেকে এই সিদ্ধান্তকে ‘বিলম্বিত হলেও ন্যায্য স্বীকৃতি’ বলে উল্লেখ করছেন।
৩৩ বছরের এক রাজপথের শিল্পী শাহরুখ খান। এবার সেই যাত্রার মাথায় যুক্ত হলো আরও একটি সোনালি পালক- জাতীয় চলচ্চিত্র পুরস্কার।