
অভিনেতা শ্যামল মাওলার জীবনে এসেছে নতুন এক আলো, নতুন এক পরিচয়- তিনি এখন একজন কন্যাসন্তানের গর্বিত বাবা। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে এই ফুটফুটে কন্যা। মেয়ের জন্মের খবর নিশ্চিত করে শ্যামল বলেন, ‘আলহামদুলিল্লাহ, মা ও মেয়ে দুজনই ভালো আছেন।’
মেয়ের নাম রাখা হয়েছে সানাভ মাওলা। জন্মের কিছু সময় পরই মেয়েকে কোলে নিয়ে একটি স্নিগ্ধ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘এই বিশ্ববাসী, নতুন তারকাকে সবাই স্বাগত জানাও।’ এরসঙ্গে একটি প্রজাপতির ইমোজি যুক্ত করেছেন অভিনেতা। ক্যাপশনের শেষে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘সানাভ মাওলা।’
অভিনেতা শ্যামল মাওলার বাবা হওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী এবং দীর্ঘদিনের সহকর্মীরা। শুভেচ্ছাবার্তায় ছেয়ে গেছে সামাজিক মাধ্যম। শুভেচ্ছা জানিয়েছেন নাজিয়া হক অর্ষা, তানজিকা আমিন, জামিল হোসেন, নিলয় আলমগীর, বিজরী বরকতুল্লাহ, মৌসুমী হামিদসহ শোবিজ অঙ্গনের তারকারা।
শ্যামল মাওলার ব্যক্তিজীবনের কথা বলতে গেলে, ২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে তার বিয়ে হয়। একে অন্যের প্রতি ভালোবাসা, বন্ধুত্ব আর সম্মানের সেই সম্পর্ক এবার পূর্ণতা পেল পিতৃত্বের পরশে।
অভিনয়জীবনে শ্যামল মাওলা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ২০১৮ সালে সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় নির্মিত ‘ক্যাশ’ দিয়ে ওটিটিতে অভিষেক। এরপর ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’, এবং ‘মহানগর’ সিরিজে দুর্দান্ত অভিনয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।