Logo

বিনোদন

বন্ধু দিবসে টফিতে মুক্তি পেল ‘মেঘের কপাট’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৯:৪৩

বন্ধু দিবসে টফিতে মুক্তি পেল ‘মেঘের কপাট’

আগস্টের প্রথম রোববার (৩ আগস্ট) বন্ধু দিবসে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’তে মুক্তি পেয়েছে ‘মেঘের কপাট’। এর আগে সিনেমা হলে মুক্তি পেলেও ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি প্রথমবারের মতো মুক্তি পেল।

ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ আরও অনেকে। 

শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এ চলচ্চিত্রটির গল্প লিখেছেন আফরোজা মোমেন। সিনেমার পাঁচটি গানের সবগুলোই লিখেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ। মেলোডিয়াস ঘরানার এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জী। সংগীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন। 

ইতোমধ্যে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য— নিউইয়র্কে অনুষ্ঠিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা চলচ্চিত্র’, ভারতের ‘গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩’-এ ‘শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র’, ‘শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র)’ ও ‘রাজকাপুর পুরস্কার’ প্রভৃতি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’। চলচ্চিত্রটি একটানা চার সপ্তাহ ঢাকার ব্লকবাস্টার সিনেমা হলে প্রদর্শিত হয়। এছাড়া ঢাকার বাইরের সিনেমা হলেও এটি প্রদর্শিত হয়। পরবর্তীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় প্রদর্শনের জন্য ‘মেঘের কপাট’ ভারতে প্রেরণ করা হয়। 

উল্লেখ্য, টফির অ্যাপ ও ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি উপভোগ করা যাবে। দেখার লিংক: https://toffeelive.com/en/watch/yXd2bpgBcqxnFHJBB0ar 

ডিআর/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর