নিউইয়র্কে শাকিব-বুবলী-বীর
রোমান্টিক ছবিতে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ২১:৩১

ঢালিউডের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী আবারও একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন- এবার নিউইয়র্কের সবুজ প্রান্তরে, সঙ্গে আছেন তাদের সন্তান শেহজাদ খান বীর। যুক্তরাষ্ট্র সফরে এবার পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন শাকিব খান, আর সে মুহূর্তের কিছু অন্তরঙ্গ ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন বুবলী।
রোববার সকালে বুবলী পোস্ট করেছেন ১১টি ছবির অ্যালবাম, যেখানে কখনো দেখা যাচ্ছে শাকিব খান তার হাত ধরে হাঁটছেন, কখনো বুবলীকে জড়িয়ে ধরে দূর আকাশের দিকে কিছু দেখিয়ে দিচ্ছেন। ছবিগুলোতে রোমান্সের পাশাপাশি ফুটে উঠেছে পারিবারিক উষ্ণতা।
এই ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কেউ লিখেছেন, ‘পুরনো প্রেমে নতুন রঙ লেগেছে বুঝি!’
আবার কেউ বলছেন, ‘ছেলের জন্য হলেও দু’জন একসাথে থাকার এই মুহূর্তগুলো নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।’
বুবলীর পোস্টে শাকিব খান নিজে এখনও কোনো মন্তব্য না করলেও, তার ভক্তরা একে দেখছেন, ‘একটি পরিপূর্ণ পারিবারিক মুহূর্ত’ হিসেবে।
উল্লেখ্য, এর আগেও শাকিব খান বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন। সে সময়ও তিনি বলেছিলেন, ‘আমি চাই আমার ছেলেদের মনে বিদেশ ভ্রমণের সুন্দর স্মৃতি গেঁথে থাকুক।’ সেই ইচ্ছারই যেন পরিপূর্ণতা মিলছে এবার, যখন ছোট ছেলে বীরকেও নিয়ে কিছুদিনের জন্য নিজে সময় দিচ্ছেন শাকিব।
এদিকে অনেকে মনে করছেন, এই মুহূর্তগুলো কি শুধুই সন্তানের জন্য, নাকি পুরনো সম্পর্কেও জমেছে নতুন সুবাস? এই প্রশ্নের জবাব সময়ই দেবে।
একদিকে যখন বুবলী-শাকিবের ঘনিষ্ঠ ছবি ঘুরছে ফেসবুক-ইনস্টাগ্রামে, অন্যদিকে নেটিজেনদের একাংশের কৌতূহল- ‘এত কিছু দেখে অপু বিশ্বাস কী ভাবছেন?’
এই মুহূর্তে ঢালিউডের সবচেয়ে আলোচিত পারিবারিক দৃশ্যপটের কেন্দ্রবিন্দুতে শাকিব খান। তিনি চলতি মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে জানা গেছে। তবে ফিরেই হয়তো নতুন করে মুখোমুখি হবেন আলোচনার।