Logo

বিনোদন

শাকিব খানকে খোঁচা দিয়ে যা বললেন জয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৭:০২

শাকিব খানকে খোঁচা দিয়ে যা বললেন জয়

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো আলোচনায় এসেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আলোচনার কেন্দ্রে রয়েছে শবনম বুবলী এবং ছেলে শেহজাদ খান বীর- এর সঙ্গে যুক্তরাষ্ট্রে তোলা একগুচ্ছ ছবি, যেগুলো নিজেই পোস্ট করেছেন বুবলী। রোমান্টিক ভঙ্গিমায় তোলা এই ছবিগুলো ভাইরাল হতেই, নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

 ঠিক এই সময়েই সুযোগ বুঝে শাকিব খানকে খোঁচা দিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গতকাল (৩ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে তাকে বিমানে বসে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনেই শাকিবকে খোঁচা দিয়েছেন জয়। 

তিনি লিখেছেন, ‘শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন, যেখানে দায়িত্ব পালন করেও কাউকেই খুশি করতে পারছেন না। কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা প্রায় অসম্ভব।’

নিজের অবস্থান তুলে ধরে জয় আরও লেখেন, ‘তিনি যত বড় স্টার, তত বড় মেধাবী নন। আবার আমি যত মেধাবী, তত বড় স্টার নই।’

জয়ের এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনজুড়ে। অনেকেই একে ইতিবাচকভাবে দেখছেন। আবার অনেকে মনে করছেন, এটি পরোক্ষভাবে শাকিবের ব্যক্তিজীবন নিয়ে খোঁচা দেওয়া।

প্রসঙ্গত, এর আগে শাকিব খানকে দেখা গেছে অপু বিশ্বাস ও তাদের সন্তান আব্রাহাম খান জয়-এর সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাতে। এরপরই বুবলী ও বীরকে নিয়ে তার নতুন ছবিগুলো প্রকাশ্যে আসে।

দুই সাবেক স্ত্রী, দুই সন্তান- সবাইকে সময় দেওয়া সত্ত্বেও শাকিব খানকে ঘিরে চলছে বিতর্ক। কেউ শাকিবকে বলছেন দায়িত্বশীল পিতা, আবার কেউ শাকিবের এসব ‘শো-অফ’কে ‘ব্যক্তিগত জীবন নিয়ে নাটক’ করা হিসেবে আখ্যা দিচ্ছেন।

এত আলোচনা-সমালোচনার মাঝেও এখনো শাকিব খান মুখ খোলেননি। ফলে অনুরাগী থেকে শুরু করে সমালোচক- সবাই অপেক্ষায় আছেন তার দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন শাকিব খান শবনম বুবলী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর