
বাংলা গানের দুনিয়ায় নতুন চমক হয়ে হাজির হয়েছে ‘ময়না’। গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে এটি প্রকাশিত হয় গত ২৯ জুলাই গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই গানটি দারুণ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। মুক্তির মাত্র ছয় দিনের মাথায় গানটি ইউটিউবের ট্রেন্ডিং তালিকার এক নম্বরে উঠে এসেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গানটির গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল। তিনি বলেন, ‘গান ভালো হলে দর্শকরা সেটি লুফে নেন-তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। আমাদের ময়না এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে এসেছে।’
আসিফ ইকবাল আরও জানান, রিমেক গানের ভিড়ে গানচিল ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশি অরিজিনাল গানকে সমৃদ্ধ করতেই আমরা এই প্রজেক্ট হাতে নিয়েছি। সামনে বাংলা অরিজিনালস-এ আরও ভালো ভালো গান আসবে। ময়না-র সাফল্য আমাদের উৎসাহিত করেছে। টিম ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ।
গানের ভিডিওতে প্রথমবারের মতো সিনেমার বাইরে পারফর্ম করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। জমকালো সেট, বড় বাজেট ও ফিল্মি স্টাইলে নির্মিত এই ভিডিওতে তার সঙ্গে নেচেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল, তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিলয় ডি রকস্টার। সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন, কথা লিখেছেন আসিফ ইকবাল।
সিনেমার প্রিয়তমা, রাজকুমার ও মেঘের নৌকা-র মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। ময়না নিয়ে তিনি বলেন, ‘ইউটিউব ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে ওঠা দারুণ আনন্দের। আসিফ ভাই সাধারণত রোমান্টিক গান লেখেন, কিন্তু ময়না একেবারে ভিন্ন ধাঁচের নাচের গান। গাওয়ার সময়ই বুঝেছিলাম-এটি দর্শকদের নাড়া দেবে। সেই ভালোবাসা আমরা পাচ্ছি। সবাইকে ধন্যবাদ।’
ভিডিওটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ। অংশু বলেন, এই গানে কোনো কিছুতেই কমতি রাখিনি। সিনেমার গান না হলেও সিনেমার আয়োজনে বানানো হয়েছে। দর্শক-শ্রোতাদের দারুণ সাড়া পেয়েছি-এটা পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল।