Logo

বিনোদন

‘গডফাদার’ নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা হাসপাতালে ভর্তি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:১৮

‘গডফাদার’ নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা হাসপাতালে ভর্তি

বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা বর্তমানে ইতালির ক্যালাব্রিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৮৫ বছর বয়সী এই কিংবদন্তি পরিচালক ৫ আগস্ট (মঙ্গলবার) সকালে পূর্বনির্ধারিত একটি চিকিৎসা সেবার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হন।

জানা গেছে, কপোলা দীর্ঘদিন ধরে হৃদস্পন্দনের অনিয়ম বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সমস্যায় ভুগছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম ‘লা রিপাব্লিকা’ জানায়, শারীরিক অবস্থা খারাপ হওয়ার আগেই তিনি নিজে থেকেই চিকিৎসার জন্য হাসপাতালে যান।

তার চিকিৎসক ড. আন্দ্রেয়া নাটালের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে— কপোলার অবস্থা স্থিতিশীল, তিনি বিশ্রামে রয়েছেন এবং আশঙ্কার কিছু নেই।

এই মুহূর্তে কপোলা ইতালিতে অবস্থান করছেন তার পরবর্তী ছবি ‘মেগালোপলিস’-এর লোকেশন খোঁজার কাজে। পাশাপাশি তিনি অংশ নিয়েছেন স্থানীয় এক চলচ্চিত্র উৎসবে, যেখানে তার নতুন সিনেমার বিশেষ প্রদর্শনীও হয়েছে।

‘গডফাদার’ ট্রিলজির পরিচালক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন কপোলা। এছাড়াও ‘অ্যাপোক্যালিপস নাউ’, ‘দ্য কনভারসেশন’-এর মতো চলচ্চিত্র তাকে এনে দিয়েছে অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি। কপোলার ঝুলিতে রয়েছে পাঁচটি অস্কার, যার মধ্যে তিনটি তিনি অর্জন করেন ‘দ্য গডফাদার: পার্ট ২’-এর জন্য।

চলচ্চিত্রের প্রতি ভালোবাসা শুধু কপোলার মধ্যেই সীমাবদ্ধ নয়— তার পরিবারও চলচ্চিত্রজগতে দাপটের সঙ্গে কাজ করছে। কন্যা সোফিয়া কপোলা একজন অস্কারজয়ী পরিচালক, পুত্র রোমান কপোলা ও নাতনি রোমি মার্সও জড়িত রয়েছেন সিনেমা ও সংগীত অঙ্গনে।

উল্লেখ্য, ২০২৩ সালে কপোলার স্ত্রী এলেনর কপোলা মৃত্যুবরণ করেন। দীর্ঘ ছয় দশকের দাম্পত্য জীবন কাটিয়েছিলেন তারা। কপোলার দ্রুত সুস্থতা কামনা করছে বিশ্ব চলচ্চিত্রপ্রেমীরা।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর