Logo

বিনোদন

যৌতুকের অভিযোগে স্বামীর বিরুদ্ধে সানাইয়ের মামলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:৪৮

যৌতুকের অভিযোগে স্বামীর বিরুদ্ধে সানাইয়ের মামলা

বিতর্কিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব তার স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগে মামলা করেছেন। বুধবার (৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি। মামলার শুনানির পর বিচারক মাহবুবুর রহমান আসামির নামে সমন জারি করে তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।

সানাইয়ের আইনজীবী মিঠুন সাহা জানান, ‘আমার মক্কেল তার স্বামীর দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। স্বামী ২২ লাখ টাকা যৌতুক দাবি করেছেন— এই অভিযোগেই মামলাটি হয়েছে।’

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৭ মে সানাই ও মুসার বিয়ে হয়। সেই সময় সানাইয়ের পরিবারের পক্ষ থেকে ১৫ ভরি সোনা ও ঘর সাজানোর জন্য আসবাবপত্র দেওয়া হয়, যা এখনও মুসার কাছে রয়েছে।

বিয়ের কিছুদিন পর মুসা তার চাকরি ছেড়ে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। সানাই তখন তাকে সমর্থন দেন এবং নিজের ১২ লাখ টাকার পাশাপাশি বাবার দেওয়া আরও ৭ লাখ টাকা, মোট ১৯ লাখ টাকা দেন ব্যবসার জন্য।

তবে অভিযোগ উঠেছে, অর্থ গ্রহণের পর মুসা অজানার পথে চলে যান এবং পরবর্তীতে ২২ লাখ টাকা অতিরিক্ত যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে সানাইয়ের ওপর শুরু হয় নির্যাতন। এমনকি ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়।

সানাই জানান, ‘আমি তাকে সবসময় সাপোর্ট দিয়েছি। বলেছি, দোকান কিনে বসো, ব্যবসা করো। কিন্তু সে চায় টাকা সরাসরি হাতে দিতে। আমি বলি, আগের টাকার হিসাব দাও, কিন্তু সে দেয় না।’

পরে সানাই তাকে সংসার রক্ষার জন্য লিগ্যাল নোটিশ পাঠান ৭ ও ২২ জুলাই। কিন্তু জবাবে মুসা দাবি করেন, সব অভিযোগই ভিত্তিহীন ও মানহানিকর।

সানাই আরও জানান, ‘আমি তাকে অনেক বুঝিয়েছি, সংসার করতে চেয়েছি। কিন্তু সে জানিয়ে দেয়, যত নোটিশই পাঠাই- সে আর সংসার করবে না।’ বর্তমানে মামলাটি বিচারাধীন। আদালতের নির্দেশে পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছে দুই পক্ষ।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর