Logo

বিনোদন

যে কারণে হিরো আলমকে ডিভোর্স দিতে যাচ্ছেন রিয়া মণি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৭:৪৮

যে কারণে হিরো আলমকে ডিভোর্স দিতে যাচ্ছেন রিয়া মণি
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির দাম্পত্য কলহ আবারও উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি কক্সবাজারে অবস্থানকালীন রিয়া মনি জানিয়েছেন— তিনি হিরো আলমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কী কারণে এমন সিদ্ধান্ত?

রিয়া মনি জানান, ‘আমি তাকে (হিরো আলম) একটা সুযোগ দিয়েছিলাম। আমার জন্য ‘আত্মহত্যার নাটকে’র পর সে প্রতিজ্ঞা করেছিল সব ঠিকঠাক রাখবে। আমি বিশ্বাস করে আবার তার কাছে ফিরে যাই। কিন্তু ফিরে গিয়েই বুঝি— কিছুই বদলায়নি। আগের মতোই আছে।’

রিয়া মনি অভিযোগ করেন, হিরো আলম কথা রাখার মানুষ নন- সে বলে বগুড়া যাবে, অথচ যায় অন্য নারীর কাছে। কখনো মিথিলার কাছে, কখনো ইতির কাছে। প্রমাণ হিসেবে আমার কাছে ভিডিও আছে। আর এসবই আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।’

এদিকে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ ওঠেছে রিয়া মনি কক্সবাজারে অবস্থান করছেন মডেল ম্যাক্স অভির সঙ্গে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধরনের মন্তব্য। এমনকি হিরো আলম নিজের ফেসবুকেও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও রিয়া মনি বলছেন, ‘অভি আমার বন্ধু এবং আমরা একটি প্রফেশনাল কাজে কক্সবাজারে এসেছি।’

হিরো আলমের পক্ষ থেকেও এসেছে পাল্টা অভিযোগ। তিনি বলেন, ‘আমি তাকে অনেকবার ক্ষমা করেছি। সে কোরআন শরীফে হাত রেখে বলেছিল অভির সঙ্গে সম্পর্ক রাখবে না। অথচ সে আবার অভির সঙ্গেই চলছে। ফোনও ধরছে না, আমাকেই ব্লক করে রেখেছে।’

অভির প্রসঙ্গে রিয়া মনি বলেন, ‘ডিভোর্স দেওয়ার পর আমার হাতে তিন মাস সময় থাকবে। এই সময় অভিকে আরও ভালোভাবে বুঝে নেব। মনে হলে তবেই তাকে বিয়ের সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই এই দম্পতির মধ্যে সম্পর্কের অবনতি চলছিল। হিরো আলমের বাবার মৃত্যুর পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। মামলা-মোকদ্দমা, আটক-জামিন সব মিলিয়ে এ সম্পর্ক এখন রীতিমতো নাটকীয় পর্যায়ে পৌঁছেছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর