Logo

বিনোদন

কাদের ওপর ক্ষুব্ধ মেহজাবীন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২০:৩৪

কাদের ওপর ক্ষুব্ধ মেহজাবীন
বর্তমান যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যেমন জীবনের অনেক দিক সহজ করে তুলেছে, তেমনি এর অপব্যবহারও বাড়ছে দ্রুতগতিতে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে তারকাসহ অনেকের ব্যক্তিজীবনকে করছে ঝুঁকির মুখোমুখি। যারা এসব করে বেড়ান তাদের ওপর ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নিজের অফিসিয়াল ফ্যান পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এআই প্রযুক্তির অপব্যবহারে তিনি বেশ উদ্বিগ্ন। তার ভাষায়, ‘প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি কোণে পৌঁছে গেছে। এর ইতিবাচক দিক যেমন রয়েছে, তেমনি কিছু মানুষ এর অপব্যবহার করে আমাদের ক্ষতি করছে। বিশেষ করে নারীদের লক্ষ্য করে যেভাবে এআই দিয়ে বিকৃত ছবি ও ভিডিও বানানো হচ্ছে, তা উদ্বেগজনক।’

তিনি বলেন, ‘বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এআই দিয়ে বানানো মনগড়া ছবি ও ভিডিও— যা আদৌ বাস্তব নয়— তাকে সত্যি ভেবে অনেকেই মন্তব্য করছে, অপমান করছে, সমালোচনা করছে। এটা শুধু অনৈতিক নয়, বরং স্পষ্ট অপরাধ।’

মেহজাবীন এই ধরণের আচরণকে ‘ডিজিটাল সহিংসতা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘প্রতিদিনই কেউ না কেউ এই সমস্যার শিকার হচ্ছেন। যারা এগুলো তৈরি ও ছড়িয়ে দিচ্ছে, তারা ইচ্ছাকৃতভাবে অন্যের সম্মানহানি করছে। এমন কাজের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োজন।’

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এআই প্রযুক্তিকে বন্ধ করা সম্ভব নয়, কিন্তু এর অপব্যবহার বন্ধ করতে হলে শক্ত আইন, জনসচেতনতা এবং দ্রুত বিচার ব্যবস্থা দরকার। আমি চাই, এমন কঠোর শাস্তির ব্যবস্থা হোক যেন ভবিষ্যতে কেউ আর সাহস না পায় এসব করতে।’

মেহজাবীনের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন টিভি নাটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর