বারবার ‘কট খাওয়া’ রিয়া মণিকে ক্ষমার কারণ জানালেন হিরো আলম

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৮:২৪

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ব্যক্তিজীবন নিয়ে আবারও সংবাদ শিরোনামে। স্ত্রী রিয়া মণির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও, একাধিকবার তাকে ক্ষমা করেছেন বলে জানিয়েছেন হিরো আলম। এবার জানালেন ক্ষমা করার কারণও।
হিরো আলম জানান, স্ত্রীর নামে করা মামলাটি তুলতে রিয়া মণি কৌশলে তার কাছে এসেছিলেন। সে সময় তিনি ভেবেছিলেন, রিয়া মণি সত্যিই পরিবর্তন হয়েছেন এবং সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন।
আলম বলেন, ‘মামলা তোলার জন্য সে আমার কাছে আসে, আমি ভেবেছি হয়তো আগের ভুলগুলো বুঝতে পেরেছে। তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, তাকে আরেকটা সুযোগ দিয়েছিলাম।’
তবে হিরো আলমের দাবি, এরপরও রিয়া মণি প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে দেখা করা বন্ধ করেননি। তিনি বলেন, ‘দ্বিতীয়বারও তাকে হোটেলে অভির সঙ্গে দেখা করতে দেখি। এর আগে দুইবার আমি ওকে ক্ষমা করেছি। কিন্তু ভুল মানুষের প্রেমে পড়ে সংসার করার জন্যই আজ এই অবস্থা।’
এখন আর সম্পর্ক টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে হিরো আলম বলেন, ‘আজকে আমি চূড়ান্তভাবে ঠিক করলাম, আর এই সংসার হবে না। ডিভোর্সই একমাত্র পথ।’
উল্লেখ্য, হিরো আলম ও রিয়া মণির দাম্পত্য জীবন দীর্ঘদিন ধরেই নানা বিতর্কে জর্জরিত। একাধিকবার একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ তুলেছেন তারা।