
প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। তবে এটি শুধুই ভ্রমণ নয়— এ সময়টাতে তিনি ব্যস্ত ছিলেন নতুন সিনেমা ও সাহসী উদ্যোগের পরিকল্পনায়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরিতে শাকিব লিখেছেন, ‘দিনগুলো কাটছে কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নের ঘূর্ণিপাকে। এর আড়ালে চলছে নিরবচ্ছিন্ন দৌড়ঝাঁপ— নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে নতুন সাহসী উদ্যোগের প্রস্তুতি।’
তিনি আরও জানান, ‘এ নীরবতা আসলে অনেকটা আসন্ন ঝড়ের পূর্বের সুনসান মুহূর্তের মতো। খুব শিগগিরই ফিরছি এমন কিছু নিয়ে, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় এবং আইকনিক।’
শাকিব খান চলতি মাসের শেষেই দেশে ফিরবেন। সেপ্টেম্বরেই শুরু হবে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় তার নতুন ছবির শুটিং। সিনেমাটি মুক্তি পাবে ডিসেম্বরে। এর পরপরই তিনি অংশ নেবেন আবু হায়াত মাহমুদের পরিচালিত আরেকটি ছবির কাজে, যা আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসবে।