
একসময় টালিউডের হিট জুটি ছিলেন দেব ও শুভশ্রী। পর্দার রসায়নের মতোই বাস্তবেও তাদের প্রেম ছিল আলোচনার শীর্ষে। কিন্তু সেই সম্পর্ক ভাঙনের পর দীর্ঘ ৯ বছর তারা আর একসঙ্গে কাজ করেননি। এবার বড়পর্দায় ফিরছে এই জুটি, আসছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের সেই সময়ের কথা খোলামেলা ভাবে তুলে ধরেছেন শুভশ্রী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, জি বাংলার পুরোনো রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’-এর মঞ্চে অতিথি হয়ে এসে অভিনেত্রী জানান, খুব অল্প বয়সেই জীবনের কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি।

শুভশ্রী বলেন, ‘‘একটা সময় এমন এসেছিল যখন কাজের প্রতি আগ্রহই হারিয়ে ফেলি। নিজের সিদ্ধান্তে কাজ ছেড়ে দিয়েছিলাম। ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির পর পুরোপুরি বিরতি নেই।”
কিন্তু যে সম্পর্কের জন্য ক্যারিয়ার থামিয়ে দিয়েছিলেন, সেটিই টিকিয়ে রাখা যায়নি। তখনই জীবনের অনিশ্চয়তা গভীরভাবে বুঝতে শিখেছিলেন তিনি। অভিনেত্রীর সরল স্বীকারোক্তি, ‘সেই সময়ে চার বছর আমি নষ্ট করেছি। বাবা-মায়ের সঙ্গে কষ্ট ভাগ করে নিতে পারিনি। বাইরে হাসিখুশি থাকলেও, প্রতি পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে আসতাম।’
তবে ভেঙে পড়েননি শুভশ্রী। তার ভাষায়, ‘যখন আর হারানোর কিছু ছিল না, তখন ঠিক করেছিলাম— যা পাব, সেটাকেই প্রাপ্তি মনে করব। এরপর থেকেই ঈশ্বরের আশীর্বাদে সাফল্য আসতে শুরু করে।’
ভালোবাসার প্রতি বিশ্বাস আজও একই রকম অটুট। শুভশ্রী মনে করেন, ‘খারাপ অভিজ্ঞতা থাকলেও ভালোবাসা এক অসাধারণ অনুভূতি। টাকা-পয়সা, পেশা— সবই পরে আসে, ভালোবাসা থাকলেই সব সহজ হয়ে যায়।’
বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী ও ছেলে ইউভানের মা হয়ে সুখী সংসার করছেন শুভশ্রী। তবে অতীতের সেই বেদনাময় অভিজ্ঞতা সঙ্গেই আছে স্মৃতির পাতায়। আর ঠিক সেই সময়ে তার জীবনের সঙ্গী ছিলেন দেব— যার সঙ্গে ‘ধূমকেতু’ ছবিতে ফের জুটি বেঁধেছেন তিনি, বড়পর্দায় ফিরিয়ে আনতে যাচ্ছেন পুরোনো রসায়ন।