
বলিউডের ‘ভাইরালকন্যা’ উরফি জাভেদকে ঘিরে শোনা যাচ্ছে নতুন এক গুঞ্জন। খুব শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উরফি! খবর অনুযায়ী, উরফির হবু বর নাকি দিল্লিনিবাসী এক প্রভাবশালী শিল্পপতি। তাদের নাকি দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তবে প্রেমিক একেবারেই প্রচারবিমুখ। এ কারণেই এখন পর্যন্ত ক্যামেরার সামনে একসঙ্গে ধরা দেননি তারা। যদিও এই খবরে উরফির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস এবং কৌতূহল তুঙ্গে।
উরফি জাভেদের ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন সিরিয়াল দিয়ে, তবে তিনি বিগ বস ওটিটিতে অংশগ্রহণের পর থেকে ব্যাপক পরিচিতি পান। রিয়ালিটি শোয়ের পর থেকে তার জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায়। বিভিন্ন সময়ে তার সাহসী ফ্যাশন চয়েস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আর সেটাই তার অন্যতম পরিচয় হয়ে দাঁড়িয়েছে।
এই মুহূর্তে তার বিয়ের গুঞ্জন যেমন ভক্তদের কৌতূহল বাড়াচ্ছে, তেমনি অনেকে অপেক্ষায় আছেন আনুষ্ঠানিক ঘোষণা শোনার জন্য। যদি সত্যিই উরফি ও ওই দিল্লির শিল্পপতি বিয়ের বন্ধনে আবদ্ধ হন, তবে সেটা নিঃসন্দেহে বছরের অন্যতম চর্চিত সেলিব্রিটি বিয়ে হয়ে উঠবে।