তিশাকে নিয়ে শাওনের তীর্যক মন্তব্য, ‘নাটক কম করো পিও’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৫:৫৮
আপডেট: ১০ আগস্ট ২০২৫, ২০:৪৯
শোবিজে এখন তেমন অভিনয়ে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সক্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নানান বিষয়ে নিজের মতামত প্রকাশে পিছপা নন তিনি— হোক তা বিনোদন জগতের খবর কিংবা রাজনৈতিক ইস্যু। এবার আলোচনায় এলেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে তীর্যক মন্তব্য করে।
রবিবার (১০ আগস্ট) শাওন নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিশাকে সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করতে দেখা যায়। ভিডিওতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গেও তিশার বেশ কিছু ছবি অন্তর্ভুক্ত ছিল।
ভিডিওর ক্যাপশনে শাওন জানান, তিনি ছোটবেলা থেকেই তিশাকে চিনেন। “নতুন কুঁড়ি” প্রতিযোগিতায় শাওনের ছোট বোনের সঙ্গে একই ব্যাচে অংশ নিয়েছিলেন তিশা। দুজন একই গানের শিক্ষকের কাছেও তালিম নিয়েছিলেন। শাওন লিখেছেন, ‘‘আমার বোন আমাকে ‘আপুনি’ বলে ডাকত— এই মেয়েটাও তাই ডাকতো। আমিও ওকে ছোট বোনের মতোই দেখতাম।”
তিনি আরও স্মৃতিচারণ করে জানান, ১৯৯৬ সালে জাতীয় সংসদে তার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (তখনকার এমপি) ছিলেন তিশার আত্মীয়। সে সময়েও বিভিন্ন জায়গায় দেখা হতো। শাওনের পরিচালনায় “একলা পাখী” ধারাবাহিকে অভিনয়ের সময়ও তিশার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। এফডিসির সভায় তিশাকে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে “ইনু মামা” বলে ডাকতে ও নানা আবদার করতে দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তবে ‘মুজিব’ সিনেমাটি এখনো দেখেননি জানিয়ে শাওন লিখেছেন, ‘দেখার ইচ্ছাও নেই। বাস্তবজীবনে মেয়েটার যে অভিনয় দেখেছি, তাতেই শখ মিটে গেছে।’ শেষে তিশাকে উদ্দেশ করে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন— ‘নাটক কম করো পিও।’
প্রসঙ্গত, ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পায় ২০২৩ সালে। শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, আর তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। মুক্তির পর বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশা সমালোচনার মুখে পড়েন।
ডিআর/এসএসকে/এএইচকে