Logo

বিনোদন

টফিতে আসছে বাংলায় ডাব করা তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’র ৬ সিজন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৬:৪৮

টফিতে আসছে বাংলায় ডাব করা তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’র ৬ সিজন

জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। এসআরকে গ্রুপের সঙ্গে এক্সক্লুসিভ চুক্তির মাধ্যমে সম্পূর্ণ ছয়টি সিজন বাংলায় ডাব করে প্রদর্শন করবে টফি। ফলে কিংবদন্তি যোদ্ধা ওসমান বে’র ঐতিহাসিক কাহিনী এবার বাংলাভাষী দর্শকেরা নিজেদের ভাষায় উপভোগ করতে পারবেন।

বাংলালিংক ও এসআরকে গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে চুক্তি সম্পন্ন হয়। বাংলালিংকের পক্ষে চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া, টফির ডেপুটি ডিরেক্টর মোদাস্‌সের আহমেদ এবং এসআরকে গ্রুপের সিইও শিপলু রহমান খানসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, ‘এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি নবায়নের মাধ্যমে বাংলায় ডাব করা বিশ্বজনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমানের ছয়টি সিজন এক্সক্লুসিভভাবে টফিতে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আমরা আমাদের গ্রাহকদের জন্য ডিজিটাল বিনোদনের মান বাড়াতে প্রতিজ্ঞাবদ্ধ, যাতে তারা যেকোনো সময়, যেকোনো স্থানে নিজেদের ভাষায় সেরা মানের বিনোদন উপভোগ করতে পারেন।’

এসআরকে গ্রুপের সিইও শিপলু রহমান খান বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর বিশ্বব্যাপী প্রশংসিত তুর্কি সিরিজ “কুরুলুস ওসমান” অবশেষে টফিতে ফিরে আসছে। পুরো দলের অক্লান্ত পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। ঐতিহাসিক এই সিরিজের সব সিজন টফিতে স্ট্রিম করা হবে, যা এসআরকে স্টুডিওসের পক্ষ থেকে ৫৩ জন প্রতিভাবান বাংলাদেশি কণ্ঠাভিনেতার মাধ্যমে বিশেষভাবে বাংলায় ডাব করা হয়েছে।’

‘কুরুলুস ওসমান’ যুক্ত হওয়ায় প্রিমিয়াম আন্তর্জাতিক ও স্থানীয় কনটেন্টে টফি আরও সমৃদ্ধ হয়েছে। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের পছন্দের ভাষায় নাটক, চলচ্চিত্র ও মৌলিক অনুষ্ঠান দেখার সুযোগ দিচ্ছে। টফি অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েবে বিনামূল্যে পাওয়া যায় এবং এতে হাজারো প্রিমিয়াম ও ফ্রি কনটেন্ট উপভোগের সুযোগ রয়েছে।

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলালিংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর