
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি আজ (১০ আগস্ট) উদযাপন করছেন তার ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের জন্মদিন। বিশেষ এই দিনে সন্তানের মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
পুণ্য হলেন পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের একমাত্র সন্তান। দাম্পত্য জীবনে প্রেমের পর বিয়ে করলেও তাদের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। পুণ্যের জন্মের এক বছর পরই বিচ্ছেদ ঘটে এই দম্পতির। বর্তমানে সন্তানদের দায়িত্ব একাই সামলাচ্ছেন পরীমণি, সিঙ্গেল মাদার হিসেবেই এগিয়ে চলেছেন তিনি।
তবে পুণ্যই তার জীবনের একমাত্র সন্তান নয়। গত বছর জুন মাসে মাত্র ছয় দিনের একটি কন্যাশিশুকে দত্তক নেন পরীমণি। সেই শিশুর নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুই সন্তানের সঙ্গেই তার ভরপুর সংসার।
শনিবার গভীর রাতে ছেলের জন্মদিন উপলক্ষে আবেগঘন এক পোস্ট দেন পরীমণি। সেখানে তিনি লেখেন, ‘আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। সময় কেমন উড়ে যাচ্ছে টেরই পাই না। ওরা আমার জীবনে আসার পর থেকে শুধু বাঁচতে চাই— শুধু ওদের সঙ্গেই।’
ছেলের প্রতি ভালোবাসা জানিয়ে আরও লেখেন, ‘হ্যাপি বার্থডে বাজান, তুমি আমার জীবনের ডানা। আই লাভ ইউ।’