ধারের টাকায় কেনা শাহরুখের ‘মান্নাত’র দাম এখন ৩০০ কোটি

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৯:৪৫
আপডেট: ১০ আগস্ট ২০২৫, ২১:৫০
শাহরুখ খানের সিনেমার ভক্ত, অথচ ‘মান্নাত’ চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিং খানের জন্মদিন অথবা কোন উৎসব ছাড়াও ‘মান্নাত’এর সামনে প্রতিদিন ভক্ত-অনুরাগীরা ভিড় জমান।
কিন্তু এই বিলাসবহুল এ বাংলো কেনার সময় হিমশিম খেতে হয়েছিল কিং খানকে। সিনেমার শুটিংয়ের সময় শাহরুখ খানের এ বাড়িটি পছন্দ হয়। তখনই ঠিক করেন একদিন এটি কিনবেন। তবে কেনার সময় শাহরুখের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না। তাই এক প্রযোজকের কাছ থেকে আগাম টাকা ধার নিয়ে সেই অর্থেই বাংলোটি কিনেছিলেন। দাম ছিল প্রায় ১৩.২৩ কোটি রুপি।
১৯১৪ সালে নরিম্যান কে দুবাস ‘ভিলা ভিয়েনা’ নামে এই বাড়িটি তৈরি করেছিলেন। পরে নাম বদলে ‘জান্নাত’ হয়, আর ২০০১ সালে শাহরুখ খান ও গৌরী খান কিনে এটিকে নতুন নাম দেন—‘মান্নাত’। আজ সেই মান্নাতের বর্তমান বাজার মূল্য প্রায় ৩০০ কোটি রুপি। অর্থাৎ কেনা দামের চেয়ে ২২ গুণ বেশি। ‘মান্নাত’ কেনার পর সেসময় বড়সড় সংস্কারের প্রয়োজন ছিল। যদিও এক ডিজাইনারকে ডাকলেও তার চাওয়া খরচ শাহরুখ-গৌরীর সাধ্যের বাইরে ছিল। পরে সময় নিয়ে গৌরী খান নিজেই ঘর সাজান পছন্দমতো।
এখন ছয়তলা এ বিলাসবহুল বাংলোয় রয়েছে ব্যক্তিগত সিনেমাহল, একাধিক শয়নকক্ষ, বাগান, কোয়ার্টারসহ নানান ঐতিহ্যবাহী সামগ্রী। কিং খানের ভাষায় ‘মান্নাত’ এর অর্থমূল্য যত বেশিই হোক তিনি কখনোই এটি বিক্রি করবেন না।
- এনআর/এমআই/এএইচকে