
দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি ও সদ্য রাজ্যসভার সংসদ সদস্য কমল হাসান ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কন্নড় ভাষার উৎপত্তি নিয়ে আলোচনার রেশ না কাটতেই এবার সনাতন ধর্ম নিয়ে তার মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে তামিলনাড়ু থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে, তাকে খুনের হুমকিও দেওয়া হয়েছে।
ঘটনাটি শুরু চেন্নাইয়ে, সুরিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা আগ্রম ফাউন্ডেশন-এর ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে কমল হাসান বলেন, ‘শুধু শিক্ষাই পারে দেশকে বদলাতে। এটাই একমাত্র অস্ত্র, যা স্বৈরাচার শাসন ও সনাতন ধর্মের শেকল ভাঙতে সক্ষম। অন্য কোনো অস্ত্র হাতে তুলবেন না, নইলে সংখ্যাগরিষ্ঠের কাছে হার মানতে হবে।’
তার এই বক্তব্য ভাইরাল হতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তামিলনাড়ুর রাজ্য বিজেপি সচিব অমর প্রসাদ রেড্ডি। এক্সে (টুইটার) প্রকাশিত ভিডিও বার্তায় তিনি সব হিন্দুকে আহ্বান জানান কমল হাসানের সিনেমা বয়কট করার জন্য। তার অভিযোগ— কমল হাসান হিন্দু ধর্ম ধ্বংসের কথা বলেছেন, যা বরদাস্ত করা যাবে না।
বিতর্কে আরও আগুন ঢালেন দক্ষিণী অভিনেতা রবিচন্দ্রন। এক ইউটিউব সাক্ষাৎকারে তিনি কমল হাসানকে “মূর্খ রাজনীতিক” আখ্যা দিয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। রবিচন্দ্রনের ভাষায়, সনাতন বিরোধী মন্তব্য করার জন্য তিনি কমলের “গলা কেটে হত্যা করবেন”। এই চরম মন্তব্যে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনেও তোলপাড় শুরু হয়েছে।
বর্তমানে কমল হাসানের বিরুদ্ধে ‘সম্প্রীতি নষ্ট করার’ অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও এবং খুনের হুমকির কারণে এই ইস্যু এখন দক্ষিণী বিনোদন জগতের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।