-689b23bbd490f.jpg)
লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব শাহ্ নতুন গান ‘কিবা আসে যায়’-এ কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন গীতিকবি সাইফুল বারী, সুর করেছেন আহমেদ সাকিল এবং সংগীতায়োজন করেছেন মারুফ চৌধুরী।
এর আগে রাজীব শাহ্ গেয়েছিলেন সাইফুল বারীর লেখা ‘পতিত জমিন’, যা শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন গানটিও শ্রোতাদের মধ্যে প্রত্যাশা তৈরি করেছে।
গীতিকার সাইফুল বারী জানান, গানটি জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা, যেখানে মানুষের ভেতরের সৎ-অসৎ দ্বন্দ্বকে সহজ ভাষায় প্রকাশের চেষ্টা করা হয়েছে।
কণ্ঠশিল্পী রাজীব শাহ্ বলেন, ‘সাইফুল বারীর লেখা সবসময় গভীর বার্তা বহন করে। এই গানেও সেই আবেগ রয়েছে। গাইতে গিয়েও আমি লাইনগুলোর তীব্রতা অনুভব করেছি।’
সুরকার আহমেদ সাকিল জানান, গানের কথার গভীরতা তাকে নতুন সুরের আবহ তৈরি করতে অনুপ্রাণিত করেছে।
সংগীত পরিচালক মারুফ চৌধুরী বলেন, ‘গানটিতে আধুনিক সংগীতের সাথে লোকজ স্পর্শ বজায় রাখা হয়েছে, যা শ্রোতাদের ভালো লাগবে।’
এমএইচএস