Logo

বিনোদন

সহকর্মীদের ট্রোলিং, ক্ষোভ ঝাড়লেন সুনেহরা বিনতে কামাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:৩৩

জনপ্রিয় অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল সহকর্মীদের প্রতি চলমান অনলাইন ট্রোলিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টা ৮ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, শিল্পীদের ব্যক্তিগত চেহারা নিয়ে ধারাবাহিক কটাক্ষ তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

সুনেহরা লিখেছেন, ‘অনেক দিন ধরে দেখছি, আমার কিছু সহকর্মীর ছবি নিয়ে অনলাইনে ট্রোল চলছে। বিষয়টি অত্যন্ত অস্বস্তিকর। একজন অভিনেতাকে কি নিখুঁত দেখাতেই হবে? আমরা সবাই মানুষ— ক্লান্ত হলে ডার্ক সার্কেল পড়বে, রোদে পুড়লে ট্যান হবে— এটাই স্বাভাবিক।’

তিনি আরও উল্লেখ করেন,  ‘অভিনেতাকে বিচার করা উচিত তার অভিনয় দক্ষতা দিয়ে, গায়ককে তার গান দিয়ে। কারো চেহারা নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই। মানুষের অসম্পূর্ণতাই তার সৌন্দর্য। আমরা মানুষ, এ আই নই।’

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক শিল্পী ও দর্শক তার অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন—শিল্পীর বাহ্যিক রূপ নয়, তার প্রতিভাই হওয়া উচিত আসল পরিচয়।

ডিআর/এসএসকে/এইচআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর