Logo

বিনোদন

হাফ প্যান্ট-গেঞ্জি কোথা থেকে কিনেছেন জায়েদ খান? প্রশ্ন জেমসের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৬:৪৫

হাফ প্যান্ট-গেঞ্জি কোথা থেকে কিনেছেন জায়েদ খান? প্রশ্ন জেমসের

যুক্তরাষ্ট্রের মিশিগানে আয়োজিত এক শোতে একসঙ্গে সময় কাটালেন ব্যান্ডশিল্পী জেমস ও ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকা জায়েদ শো শেষে ফেসবুকে লিখেছেন, ‘আপনার সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক।’

শো-এর আয়োজক শুভ কামাল জানিয়েছেন, জেমসও নাকি জায়েদকে বেশ পছন্দ করেছেন। এমনকি মজা করে জিজ্ঞেস করেছেন— জায়েদ হাফ প্যান্ট আর গেঞ্জি কোথা থেকে কিনেছেন? শুভ কামালের ভাষায়, ‘জায়েদ ভাই থাকলে যেকোনো আড্ডা জমে যায়। গুরু (জেমস) তার সঙ্গে ভীষণ আপনভাবে কথা বলেছেন।’

মিশিগানের এই আয়োজনে জেমসের সুরের পাশাপাশি জমেছে আড্ডা আর হাসি-ঠাট্টা। উপস্থিত দর্শকের সঙ্গে ছিলেন ঢালিউড অভিনেত্রী দীঘিও।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর