ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস, নতুন বিতর্কে অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৭:২৪

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আলিজে শাহ আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। নেটিজেনদের বিরুপ সমালোচনায় বর্তমানে নাজেহাল এই পাকিস্তানি অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়— শয্যায় শুয়ে আছেন আলিজে, তার কাঁধের ওপর রাখা খাবারের একটি অংশ কাঁটা-চামচে তুলে মুখে দিতে যাচ্ছেন এক অজ্ঞাত পুরুষ। এই দৃশ্যে হেসে ওঠেন অভিনেত্রী। রহস্যময় সেই ব্যক্তির পরিচয় নিয়ে চলছে জোর গুঞ্জন, কেউ কেউ দাবি করছেন তিনি আলিজের প্রেমিক। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি আলিজে শাহ বা তার ম্যানেজমেন্ট।
নেটদুনিয়ায় এ ভিডিও ঘিরে প্রতিক্রিয়া দ্বিমুখী। একপক্ষের মতে, এটি তার প্রচারণার কৌশল হতে পারে। অন্যরা ভিডিওটিকে অশোভন বলে কড়া সমালোচনা করেছেন। আবার অনেকে বলছেন, এটি তার ব্যক্তিগত জীবন, যা সম্মানের সঙ্গে দেখা উচিত।
টিভি নাটক এদ-এ-ওয়াফা–তে ‘দুয়া’ চরিত্রে অভিনয় করে যে স্নিগ্ধ ও সরল ইমেজে দর্শকের হৃদয় জয় করেছিলেন, সেই আলিজেকে এভাবে দেখে অবাক হয়েছেন তার বহু অনুরাগী। এর আগে সাহসী পোশাক এবং স্পষ্টভাষী মন্তব্যের কারণে তিনি বহুবার সমালোচনার মুখে পড়েছেন। চলতি বছরের শুরুতে ধারাবাহিক কটূক্তিতে বিরক্ত হয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সব পোস্ট মুছে দিয়ে বলেছিলেন, ‘এই প্ল্যাটফর্ম নরকের চেয়েও খারাপ।’
২০১৬ সালে ‘ছোটি সি জিন্দেগি’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় যাত্রা শুরু করেন আলিজে শাহ। ২০১৮ সাল পর্যন্ত একাধিক নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর ‘হুর পরি’–তে প্রথমবার নেন নায়িকার দায়িত্ব। এরপর টেলিভিশনে সাফল্যের পাশাপাশি ২০১৯ সালে সুপারস্টার সিনেমায় বড়পর্দায় অভিষেক হয় তার।
ভাইরাল হওয়া ভিডিওটির সূত্র ও সময় নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। আনুষ্ঠানিক মন্তব্য না আসা পর্যন্ত এই বিতর্ক থামবে বলে মনে করছেন না কেউ। এ ঘটনায় আবারও প্রশ্ন তুলেছে— ডিজিটাল যুগে সেলিব্রিটিদের ব্যক্তিগত গোপনীয়তা কতটা সুরক্ষিত?