
দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। নতুন গুপ্তচর থ্রিলার ‘দ্য ইনিশিয়েটিভ’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন তার পুরোনো সহকর্মী ডগ লাইমান, যার সঙ্গে জোলি কাজ করেছিলেন জনপ্রিয় ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এ। সেই সিনেমা বক্স অফিসে যেমন সাড়া ফেলেছিল, তেমনি জোলির ক্যারিয়ারে হয়ে উঠেছিল মাইলফলক।
‘দ্য ইনিশিয়েটিভ’-এর চিত্রনাট্য লিখছেন এফ. স্কট ফ্রেজিয়ার। গল্পের বিস্তারিত এখনো প্রকাশ হয়নি, তবে জানা গেছে, এই ছবিতে জোলি ফিরবেন ‘সাল্ট’, ‘দ্য ট্যুরিস্ট’ ও ‘ওয়ান্টেড’-এর মতো স্টাইলিশ অ্যাকশন ঘরানায়।
অস্কারজয়ী এই অভিনেত্রী সম্প্রতি প্রশংসা কুড়িয়েছেন ‘মারিয়া’ ছবিতে মারিয়া ক্যালাস চরিত্রে অভিনয়ের জন্য। শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত ও প্রযোজিত ‘ক্যুচার’ এবং ‘অ্যানশাস পিপল’। পাশাপাশি পরিচালনায়ও সক্রিয় জোলি বর্তমানে নির্মাণ করছেন ‘উইদআউট ব্লাড’, যেখানে অভিনয় করছেন সালমা হায়েক ও ডেমিয়ান বিচির।