
‘তাণ্ডব’ নির্মাণের পর জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী এবার নির্মাণ করছেন ভৌতিক ঘরানার নতুন চলচ্চিত্র ‘আন্ধার’। ছবিতে নায়ক হিসেবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদ।
সূত্র জানিয়েছে, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন চঞ্চল চৌধুরী। নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন নাজিফা তুষি। বড় পর্দায় এই প্রথম সিয়াম-তুষি জুটি বাঁধছেন।
নাজিফা তুষি গণমাধ্যমকে বলেন, ‘শিল্পীরা চাইলেই অনেক কিছু বলতে পারেন না। আমাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আপাতত কিছু বলতে পারব না, যা বলার জানার, টিম এবং পরিচালকই বলবেন।’
এর আগে তুষি অভিনয় করেছেন ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ চলচ্চিত্রে। এছাড়া ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’-এও দেখা গেছে তাকে।
‘আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন, শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুরু হবে শুটিং। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই ঈদ এড়িয়ে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।