
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম মানসিক দুশ্চিন্তার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল বুধবার বিকেলে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তবে গণমাধ্যমকর্মীদের ভিড়ের কারণে পরে তাকে টিএমএসএস মেডিক্যাল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের বিছানা থেকে পাঠানো ছবিতে হিরো আলম জানান, ‘আমার হার্টে সমস্যা হয়েছে। শারীরিক অবস্থা ভালো না। মানসিক দুশ্চিন্তার কারণেই এমনটা হয়েছে। এভাবে চলতে থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আত্মহত্যার ইঙ্গিত দিয়ে পোস্ট করেছিলেন, যদিও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন। ব্যক্তিগত জীবনের সম্পর্কে ভাঙন, বিশেষ করে রিয়া মনির সঙ্গে বিচ্ছেদ, তাকে গভীর মানসিক চাপে ফেলেছে বলে জানিয়েছেন হিরো আলম।