বঙ্গবন্ধুর ৫০তম প্রয়াণ দিবসে ‘যা বলে’ শোক জানালেন তারকারা

আজ ১৫ আগস্ট। শোকাবহ এক দিন। ৫০ বছর আগে আজকের দিনেই সপরিবারে প্রাণ হারান বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী সরকারের আমলে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসলেও অন্তর্বর্তীকালীন সরকার তা বাতিল করে। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত না হলেও শোকাবহ এই দিনটিতে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে শোক ও শ্রদ্ধায়। অসংখ্য মানুষ তাদের পোস্টের মাধ্যমে স্মরণ করেছেন বঙ্গবন্ধুকে।
তার ৫০তম প্রয়াণ দিবসে বিনোদন অঙ্গনের তারকারাও গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বঙ্গবন্ধুর অবদান, ত্যাগ ও আদর্শকে স্মরণ করে শ্রদ্ধাবাণী জানিয়েছেন।
দেশজুড়ে শোকের এই দিনে তারকাদের পোস্টে ভেসে ওঠেছে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার অঙ্গীকার। চলুন জেনে নেওয়া যাক কারা কারা শ্রদ্ধা জানিয়েছেন-
ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান বঙ্গবন্ধুর ছবি প্রকাশ করে লিখেছেন, ‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’
জুলাই বিপ্লবে অংশ নেওয়া আজমেরি হক বাঁধন তার গত বছরের পোস্ট শেয়ার করে লিখেছেন ‘বিনম্র শ্রদ্ধা।’
কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল তার গত বছরের পোস্ট শেয়ার করে ক্যাপশনে কবিতার পঙতি উদ্ধৃত করে লিখেছেন, ‘যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা/মৌন মলিন মুখে জাগালো ভাষা/আজ রক্ত কমলে গাঁথা মাল্যখানি/বিজয়লক্ষ্মী দেবে তাদেরই গলে/মুক্তির মন্দির সোপানতলে/কত প্রাণ হলো বলিদান/লেখা আছে অশ্রুজলে॥’
কোনাল আরও লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি সহ, সেই রাতে শহীদ হওয়া আপনার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করি। আমীন।’
মডেল মারিয়া ক্রিসপটা একটি ভিডিও শেয়ার করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর প্রতি। যে ভিডিওতে তাকে কালো বেলুন উড়িয়ে ‘জয় বাংলা’ ধ্বনি দিতে দেখা যায়।
চিত্রনায়িকা নিপুণ তার প্রোফাইল কালো করেছেন, কভার ফটোতে শেয়ার করেছেন ফটো কার্ড। বঙ্গবন্ধুর ছবি সংবলিত সেই ফটোতে লেখা রয়েছে, ‘শোকাবহ আগস্ট, শোক হোক শক্তি’।
গত বছরের ছবি প্রকাশ করে সোহানা সাবা জানিয়েছেন, এটা গত বছরের ছবি। প্রতি বছর এই ছবি পোস্ট করবেন তিনি।
মেহের আফরোজ শাওন ৩২ নম্বরের কিছু ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, পুড়িয়ে ও গুড়িয়ে দেওয়ার পরও যে বাড়ি পাহারা দিতে হয় সে বাড়ির নাম ‘৩২ নম্বর’।
এদিকে কিংবদন্তি চিত্রনায়ক সোহেল রানা সরাসরি বঙ্গবন্ধুকে নিয়ে কিছু না লিখলেও ১৫ আগস্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি সিদ্ধান্তের সমালোচনা করে লিখেছেন, ‘ধন্যবাদ ম্যাডামকে। জন্মদিনে কেক কাটা বাদ দিয়ে দোয়া এবং মিলাদের আয়োজন করার নির্দেশ দিয়ে। স্বাধীনতার স্তম্ভের মৃত্যু দিবসে সেই দোয়া এবং মিলাদের কাজ করতে দলীয় কর্মীদের বাধা দিতে নিষেধ করলে আপনি বোধহয় আরও সম্মানিত হতেন, রাজনীতি নয়- মানুষ হিসেবে।'
অভিনেতা জাহের আলভী লিখেছেন, ‘কেউ মানুক আর না মানুক , আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।’
এদিকে নির্মলেন্দু গুণের একটি কবিতা পোস্ট করে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা খায়রুল বাসার।
বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নাম্বারের ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী নাজিফা তুষিও। তিনি লিখেন, বিনম্র শ্রদ্ধা।
বিনম্র শ্রদ্ধা প্রকাশ করে সংগীতশিল্পী নিশীতা বড়ুয়া লিখেছেন, ‘জয়বাংলা বলে তুলেছেন ডেকে/ ঘুমিয়ে থাকা যত কোটি ভাই বোন/ আকাশ নদী তার পরম আত্মীয়/বাংলার মাটি ছিল খুবই আপন/ হৃৎপিন্ড তার বদ্বীপের আকার/ বুক জুড়ে মাখা ছিল এ মাটির ঘ্রাণ/ রবীন্দ্র মানষে গড়া তিনি/ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আমি কোন দল করিনা। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রদ্ধা।’
আরশ খান লিখেছেন, ‘সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি।’ কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে। সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবির সঙ্গে লাইন যুক্ত করার কারণ হিসেবে আজ সাধারণ মানুষের শোক প্রকাশকে বুঝিয়েছেন।