Logo

বিনোদন

টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে তারকাদের পোস্ট, ফাঁস হলো আসল সত্য

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৯:৫৯

টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে তারকাদের পোস্ট, ফাঁস হলো আসল সত্য

প্রতি বছরের মতো গতকাল ১৫ আগস্ট শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোক জানাতে দেখা গেছে সব শ্রেণি-পেশার মানুষকে। তবে এ বছর শোক দিবস পালনে কিছু বিধি-নিষেধ থাকলেও সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় ছেয়ে যায়। শোবিজ অঙ্গনের তারকারাও দিয়েছেন একের পর এক শোকবার্তা। যে তালিকায় রয়েছেন শাকিব খান, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, সুনেরাহ বিনতে কামাল, আরশ খান, জাহের আলভী, সাইমন সাদিক, জয়া আহসানসহ একাধিক জনপ্রিয় তারকা।

তবে দিনশেষে সেই পোস্টগুলোকে ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়ে- নির্দিষ্ট কিছু তারকাকে নাকি বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য অর্থ দেওয়া হয়েছে। গুজব আরো ছড়ায় যখন একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নামের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) অ্যাকাউন্ট থেকে ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে ৯ জন অভিনয়শিল্পীর অ্যাকাউন্টে ২০ হাজার টাকার মতো করে পাঠানো হয়েছে।


খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গে বেশ কয়েজন তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটমেন্টের স্ক্রিনশট প্রকাশ করে বিষয়টিকে ভুয়া বলে দাবি করেন। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল গতরাতে স্ক্রিনশট শেয়ার করে লিখেন, ‘এই অ্যাকাউন্টটি ভুয়া খবর ছড়াচ্ছে। তাও আবার এডিটও ঠিকমতো হয়নি। শুক্রবারে নাকি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে— ব্যাপারটাই হাস্যকর! অন্তত আমাদের পারিশ্রমিকটা তো জেনে নিত! আর আমার তো বিবিএল-এ কোনো অ্যাকাউন্টই নেই।’


খোদ মেহের আফরোজ শাওনও স্ক্রিনশট শেয়ার করে মজা করে স্ট্যাটাসে লিখেছেন, ‘যারা এখনো পেমেন্ট পাননি, তারা খায়রুল বাশার, সুমন আনোয়ার, নাজিফা তুষি, শ্রাবণ্য তৌহিদা– এদের সাথে যোগাযোগ করুন।’


স্ক্রিনশট শেয়ার করে শ্রাবণ্য তৌহিদা লিখেছেন, ‘আফসোস! একটু আইডিয়া ঠিকমত নিয়ে এডিট করতে পারলেও কথা ছিল। তাই বলে এতো কম টাকা! তবে এই লোকের উদ্দেশ্য ছিল একটু ভাইরাল হওয়া এবং সেইটা মনে হয় পারছে এটলিস্ট।’


টয়া,  খায়রুল বাশার, আরশ খানসহ আরও অনেকেই এই বিষয়টি নিয়ে নিজেদের মন্তব্য জানিয়েছেন।

এদিকে এই বিষয়টি নিয়ে তারকামহল থেকে ভক্তদের মাঝে তীব্র আলোচনা তৈরি হলে বিষয়টি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ। সংস্থাটি জানায়, সেই ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া।

তাদের তদন্তে একাধিক অসংগতি ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বরটি ১৩ সংখ্যার হলেও সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ১১ ডিজিটের। এ ছাড়া যাচাই করে এই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়নি। সঙ্গে লেনদেনের তথ্যকেও অস্বাভাবিক বলছে রিউমর স্ক্যানার। তাদের মতে, ভাইরাল হওয়া স্টেটমেন্টে টাকা গ্রহীতার নাম উল্লেখ থাকলেও এসসিবির আসল স্টেটমেন্টে গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না।

রিউমর স্ক্যানার জানায়, অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেটের ওপর এসসিবির লোগো বসিয়ে এই নকল স্টেটমেন্ট বানানো হয়েছে। অতীতেও একই ধরনের টেমপ্লেট ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরি করার নজির রয়েছে। তাদের মূল্যায়ন অনুযায়ী, কথিত ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন মেহের আফরোজ শাওন শেখ মুজিবুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর