
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনমের ৭৯তম জন্মদিন উপলক্ষে এনিগমা টিভি আয়োজন করেছে বিশেষ একটি টেলিভিশন শো। ১৯৪৬ সালের ১৭ আগস্ট জন্ম নেওয়া শবনম আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক।
রোববার (১৭ আগস্ট) এনিগমা টিভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠাটির মাধ্যমে শবনমের জীবন ও কর্মের নানা অজানা অধ্যায়, সোনালি দিনের স্মৃতি এবং চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক দর্শকরা জানতে পারবেন। এ অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন এ এইচ এম ফাহমিদুল ইসলাম।
অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত, যিনি শবনমের সঙ্গে কাজের স্মৃতি ভাগ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে শবনম বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত। দীর্ঘ সময় পর এই ধরনের সম্মান পেয়ে আমি সত্যিই সারপ্রাইজড। এনিগমা টিভি ও তাদের সিইও’র প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
এনিগমা টিভি জানিয়েছে, অনুষ্ঠানটি শুধুমাত্র জন্মদিন উদযাপন নয়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় পুনরায় স্মরণ করার সুযোগ।
অনুষ্ঠানটি এনিগমা টিভি (অনলাইন)-এ রোববার (১৭ আগস্ট) বিকেল ৪টায় প্রচারিত হবে।
এমএইচএস