Logo

বিনোদন

সুপারম্যানের খলনায়ক টেরেন্স স্ট্যাম্প আর নেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৬:৪৮

সুপারম্যানের খলনায়ক টেরেন্স স্ট্যাম্প আর নেই

বিশ্ববিখ্যাত ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। রবিবার সকালে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

‘সুপারম্যান’ সিরিজে কিংবদন্তি খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয় করে তিনি সারা বিশ্বের দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন।

স্ট্যাম্পের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে— ‘অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প যে অসাধারণ কীর্তি রেখে গেছেন, তা বহু বছর ধরে মানুষকে অনুপ্রাণিত করবে।’

সহ–অভিনেত্রী সারাহ ডগলাস শোক জানিয়ে লিখেছেন, “অসাধারণ রূপবান ও প্রতিভাবান মানুষ ছিলেন টেরেন্স। কর্মজীবনের শুরুতে মাসের পর মাস তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম, যা আমার জীবনের বিরল সৌভাগ্য।”

১৯৩৮ সালের ২২ জুলাই লন্ডনের ইস্টএন্ডে জন্ম নেন তিনি। ‘বিলি বাড’ (১৯৬২) সিনেমায় নামভূমিকায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান। এই চলচ্চিত্রের জন্য পান অস্কার মনোনয়ন ও গোল্ডেন গ্লোব পুরস্কার।

দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে টেরেন্স স্ট্যাম্প অভিনয় করেছেন ‘সুপারম্যান’, ‘দ্য কালেক্টর’, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’, ‘ভ্যালকিরি’, ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা: কুইন অব দ্য ডেজার্ট’সহ অসংখ্য ছবিতে।

১৯৯৪ সালের অস্ট্রেলিয়ান সিনেমা ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা: কুইন অব দ্য ডেজার্ট’-এ এক ট্রান্সজেন্ডার চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয় এবং তাকে এনে দেয় বাফটা ও গোল্ডেন গ্লোব মনোনয়ন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন হলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর