Logo

বিনোদন

হলিউডে অভিনয় করতে চান জায়েদ খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৮:৩১

হলিউডে অভিনয় করতে চান জায়েদ খান

নানা কারণেই এখন আলোচিত জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। বাংলাদেশের এই অভিনেতা জানিয়েছেন, সুযোগ পেলে তিনি হলিউডে কাজ করতে চান। তার ভাষ্য, পৃথিবীর প্রতিটি অভিনেতা-অভিনেত্রীরই হলিউডে কাজ করার স্বপ্ন থাকে, তিনি তার ব্যতিক্রম নন।

সম্প্রতি বাংলাদেশের খবর-কে দেওয়া এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, ‘আসলে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে লাক। আল্লাহ যখন লাক দিয়ে দেন, তখনই সম্ভব হয়। আমি আশায় আছি। যোগাযোগের মতো বড় কিছু এখনো হয়নি। তবে যেসব বাংলাদেশি বিভিন্নভাবে হলিউডের নানা সেক্টরে কাজ করছেন, তাদের মাধ্যমে আমি প্রোফাইল পাঠিয়েছি।

তিনি আরও বলেন, ‘চেষ্টা তো অবশ্যই আছে। যদি কখনো আল্লাহ চান এবং সুযোগ হয়, আমি মনে করি সেটা শুধু আমার জন্য নয়, বরং বাংলাদেশের জন্যও বড় সম্মান বয়ে আনবে। আমি চেষ্টা করব, সুযোগ পেলে হলিউডে কাজ করার।

জায়েদ খানের এই ইচ্ছার খবর প্রকাশের পর ভক্তরাও তাকে শুভকামনা জানাচ্ছেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন জায়েদ খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর