Logo

বিনোদন

চুটিয়ে প্রেম করছেন অনামিকা ঐশী ও রাসেল খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:২২

টিকটক থেকে শুরু করে মিউজিক ভিডিও এবং নাটক— সবখানেই দর্শকের কাছে পরিচিত মুখ অনামিকা ঐশী ও রাসেল খান। এবার বাস্তব জীবনে আলোচনায় এসেছেন তারা দুজন। কারণ, অভিনয়ের বাইরেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই জুটি। আর সেটা লুকিয়েও রাখেননি। খোলাখুলিভাবেই নিজেদের প্রেমের কথা স্বীকার করেছেন ঐশী ও রাসেল।

গল্পটা শুরু হয়েছিল ২০২১ সালে। এক রেস্টুরেন্টের অনুষ্ঠানে ঐশীর প্রথম দেখা হয় রাসেল খানের সঙ্গে। ধীরে ধীরে পরিচয়, তারপর বন্ধুত্ব। কিন্তু ঐশীর জীবনে আসে অন্য অধ্যায়— এক সংগীতশিল্পীর সঙ্গে বিয়ে হয় ঐশীর। সেই সংসার বেশিদিন টেকেনি, শেষ পর্যন্ত বিচ্ছেদেই গড়ায়।

সংসার ভাঙার পর আবার যোগাযোগ বাড়ে ঐশী ও রাসেলের মধ্যে। এখন তারা দুজনই একে অপরের জীবনে বিশেষ জায়গা করে নিয়েছেন। এ বিষয়ে রাসেল বলেন, ‘প্রায় দুই মাস হলো আমরা সম্পর্কে আছি। ঐশীর হাসি আর চোখ আমাকে ভীষণ টানে। মানুষ হিসেবেও সে অসাধারণ। ভালো কিছুর জন্য ত্যাগ স্বীকার করতে পারে— এটাই ওর সবচেয়ে বড় গুণ।’

তিনি আরও যোগ করেন, ‘ভবিষ্যতে আমরা বিয়ের পরিকল্পনা করছি। এখন একসঙ্গেই আছি, প্রেমটা উপভোগ করছি।’


অন্যদিকে ঐশী জানালেন, জীবনের কঠিন সময়ে রাসেলই পাশে ছিলেন। তার ভাষায়, ‘আমি যখন ভীষণ ডিপ্রেশনে ভুগছিলাম, তখন রাসেল আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। ও খুব কেয়ারিং, রেসপেক্টফুল এবং মানুষ হিসেবে দারুণ। ওর সঙ্গে থাকার পর থেকে আমার জীবন অনেক বদলে গেছে।’

শুধু ব্যক্তিগত জীবন নয়, ক্যারিয়ারেও দুজনেই ব্যস্ত। ‘তোর মন পাড়ায়’ মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান রাসেল খান। গানটির ভিউ এখন ১৬০ মিলিয়নেরও বেশি। এরপর অসংখ্য মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে ব্যবসায় মন দিয়েছেন, তবে নাটক-অভিনয় ছেড়ে দেননি।

অন্যদিকে, অনামিকা ঐশী প্রথমে টিকটকের মাধ্যমে আলোচনায় আসেন। পরে একাধিক মিউজিক ভিডিও ও প্রায় ৪০টির মতো নাটকে অভিনয় করেছেন। তবে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘বদমাইশ পোলাপাইন’-এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে বিশেষ পরিচিতি পান তিনি।

সব মিলিয়ে, শোবিজ অঙ্গনে আলোচনায় রয়েছে ঐশী-রাসেলের প্রেম। ভক্তরাও অপেক্ষায় আছেন— কখন এই জুটি পর্দার বাইরের ভালোবাসাকে নতুন অধ্যায়ে নিয়ে যান।

ডিআর/এসএসকে/এইচআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর