Logo

বিনোদন

রিজওয়ানাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, তুলোধুনো স্বাধীন খসরু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৭:৪০

রিজওয়ানাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, তুলোধুনো স্বাধীন খসরু

টিভি নাটকে এক সময়ের জনপ্রিয় মুখ ছিলেন স্বাধীন খসরু। হুমায়ূন আহমেদের অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শক মহলে পরিচিতি পান। তবে বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে আছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেতা।

এবার আলোচনায় এলেন বিতর্কিত মন্তব্য করে। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন স্বাধীন খসরু। সেখানে তিনি অন্তর্বর্তকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ভিডিওটি প্রকাশের পর নাট্যজগত থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মধ্যেও বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।


শিল্পীদের অনেকেই এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান লিখেছেন, ‘রাজনৈতিক মতবাদ একজন মানুষের থাকতেই পারে। কিন্তু আপনি যখন একজন অভিনেতা, তখন আপনার নূন্যতম বোধ থাকাটা জরুরি। আপনার বাচনভঙ্গি সুন্দর হওয়া জরুরি। পরিষ্কার মস্তিষ্কের পরিষ্কার ব্যবহার জরুরি। এ ধরনের নোংরা অভিব্যক্তির জন্য পুরো শিল্পীগোষ্ঠী ছোট হয়। আমরা কারণে অকারণে ছোট হই। নিজেকে ছোট করার প্রতিযোগিতায় পুরো একটা সমাজকে ছোট করবেন না।’


অভিনেত্রী এলিনা শাম্মী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘স্বাধীন নামের একজন পুরুষ শিল্পী (তাকে আর শিল্পী ভাবি না) একজন নারী উপদেষ্টাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্যে নেমেছে। এর মধ্য দিয়ে তার বীভৎস চেহারা আর নোংরা মানসিকতাটা প্রকটভাবে প্রকাশিত হলো। স্বাধীন, আপনি আসলে কোন শিল্পী নন, আপনি একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ। আপনাকে ছি!’


অভিনেত্রী রিমু রোজা খন্দকার লিখেছেন, ‘Shame On you, স্বাধীন খসরু ভাই লজ্জা লাগছে আপনাকে সহকর্মী বলতে, আপনার সাথে কাজ করেছিলাম। কিন্তু ‘নারী’দের সম্পর্কে এমন কথা বলতে কিভাবে পারেন আপনি? হতেই পারে আপনি ওনাকে পছন্দ করেন না (এই তত্ত্বাবধায়ক সরকার কে পছন্দ নাই করতে পারেন) তাই বলে, এই রকম ভাষায়! ছি! আপনি তথাকথিত শিক্ষিত কিন্তু মানুষ হতে পারেন নাই। অবাক লাগে একজন ‘সাংস্কৃতিক জগতের’ মানুষ হয়ে এভাবে নিজেকে-সহ আমাদের ডোবালেন! ছিঃ’


অভিনেতা হিমে হাফিজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অভিনেতা নামধারী স্বাধীন খসরু যেভাবে একজন নারী উপদেষ্টাকে অসম্মান করেছে, তা অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। যদি সে অভিনয়শিল্পী সংঘের সদস্য হয়, তবে দ্রুত তাকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।’


এর আগে ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে সমালোচনায় ছিলেন স্বাধীন খসরু। এবার নারী বিদ্বেষমূলক মন্তব্যের কারণে আবারও তিনি সমালোচনার মুখে পড়লেন। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে তার বিরুদ্ধে।



প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর