রিয়া মনির সঙ্গে দ্বন্দ্ব মিটে গেল হিরো আলমের

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:০২
আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ২১:৩৫
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি নিজেদের ব্যক্তিগত জীবনকেও যেন পরিণত করেছেন কনটেন্টে। এই তো কিছুদিন হলো হিরো আলম ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে নতুন করে অভিযোগ এনেছিলেন তৃতীয় স্ত্রী রিয়া মনির ওপর। রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। এরপর রিয়া মনি হিরো আলমকে ডিভোর্স দেওয়ার কথা জানান। তবে এরইমধ্যে জানা গেল, স্ত্রী রিয়া মনির খোঁজে হিরো আলম শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছেন।
এখন তিনি শ্বশুরবাড়ি বরগুনার তালতলিতে রয়েছেন। রিয়া মনির দেখা পেয়েছেন এবং তার সঙ্গে মিটমাটও হয়েছে বলে জানালেন হিরো আলম।
হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘আমি রিয়া মনির খোঁজে বরগুনায় এসেছি। এখন শ্বশুরবাড়িতে উঠেছি। রিয়া মনির সঙ্গে যে ঝামেলা ছিল তা মিটমাট হয়ে গেছে। আমরা এখানে দুজন একসঙ্গেই আছি।’
দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে। এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি।
তারপর বিবাদ ভুলে কাছে আসা। কয়েক মাস ধরে হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে এই গল্পই দেখছে সবাই। এবার আবার নতুন করে আলোচনায় উঠে এলো এই জুটি।
ডিআর/এসএসকে/টিএইচ/এএইচকে