থালাপতি বিজয় : সিনেমায় রাজনীতি থেকে রাজনীতির নায়ক হয়ে ওঠার লড়াই

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৬:২৭
-68aedd8cb3829.jpg)
সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণি তারকা থালাপতি বিজয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। তার দলের নাম তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। দল ঘোষণার আট মাস পর সে বছরের অক্টোবরে প্রথমবারের মতো জনসভায় আসেন বিজয়। সম্প্রতি দ্বিতীয়বারের মতো জনসভা করলেন। মাত্র ৯ মাসের ব্যবধানে আলোচনার তুঙ্গে রয়েছে টিভিকে। রাজনীতির মাঠে নামা এই সুপারস্টারকে নিয়ে লিখেছেন মোস্তফা মনন।
সিনেমা থেকে রাজনীতি
‘আমার আইডিওলজিক্যাল শত্রু হলো বিজেপি’— এই বক্তব্য দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় নায়ক থালাপথি বিজয়ের।
সিনেমার নায়ক থেকে আজ তিনি রাজনীতির মঞ্চে সত্যিকারের নায়ক হয়ে উঠার লড়াইতে নেমেছেন।
নতুন প্রত্যাশার রাজনীতি
বিজয়ের রাজনীতি নতুন ধরনের প্রত্যাশার বার্তা বহন করছে। তিনি বাম ঘরানার আদর্শ, সামাজিক ন্যায়, ধর্মনিরপেক্ষতা এবং সমতার প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরছেন।
আদর্শের ঘোষণা
এক রাষ্ট্রীয় সম্মেলনে বিজয় স্পষ্ট বলেছিলেন—
১. ‘ভাষা, ধর্ম, জাতিতে যারা বিভাজন করে, তারাই আমাদের শত্রু।’
২. ‘দিন রাত সবাই সমান।’
এভাবেই তিনি মানুষের মধ্যে ঐক্যের ডাক ছড়িয়ে দেন।
বিজেপি ও ডিএমকের বিরুদ্ধে অবস্থান
মোদী নেতৃত্বাধীন বিজেপিকে তিনি আখ্যা দিয়েছেন ‘ফ্যাসিস্ট’ শক্তি হিসেবে।
বিজয়ের ভাষায়— ‘আমার আইডিওলজিক্যাল শত্রু বিজেপি, আর রাজনৈতিক শত্রু ডিএমকে।’
এই বক্তব্য তার রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট রেখায় দাঁড় করিয়েছে।
সামাজিক ন্যায় ও নারীর নিরাপত্তা
শিক্ষা, মেয়েদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সংবিধান প্রদত্ত রাজ্যের অধিকার রক্ষায় বিজয় জোর দিচ্ছেন বারবার। তার ভাষায় প্রতিফলিত হচ্ছে সামাজিক ন্যায় ও ধর্মনিরপেক্ষতার দৃঢ় অঙ্গীকার।
‘Sorry Ma’ আন্দোলন :
২০২৫ সালের জুলাই মাসে পুলিশি নির্যাতন ও নারী কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের বিরুদ্ধে বিজয় নেতৃত্ব দেন ‘Sorry Ma’ আন্দোলনে। এখানেই নাগরিক অধিকার ও মানবাধিকারের প্রশ্নে তার সাহসী অবস্থান স্পষ্ট হয়।
ডিএমকে’কে ‘ফ্যাসিস্ট শাসন’ বলা
ডিএমকের শাসনকেও তিনি ‘ফ্যাসিস্ট শাসন’ ঘোষণা করেছেন। তিনি সতর্ক করেছেন— ‘মহিলারা এখন খুব নিরাপদ নয়।’ এর ফলে সাধারণ মানুষের মধ্যে আলোচনার নতুন তরঙ্গ তৈরি হয়েছে।
সম্ভাবনাময় নায়ক
সিনেমার জনপ্রিয়তা, বামমুখী আদর্শ, মোদী-বিরোধিতা আর রাজনৈতিক সাহস— সব মিলিয়ে থালাপথি বিজয় হয়ে উঠছেন আমাদের সময়ের সম্ভাবনাময় নায়ক।
অবশেষে
থালাপথি বিজয়ের আবির্ভাব প্রচলিত রাজনীতির ঘুণেধরা ভিড়ে এক নতুন আলোর বার্তা বহন করছে। মানুষের প্রত্যাশা— তিনি সিনেমায় যেমন রাজনীতির পরিবর্তন আনে, ঠিক তেমনি, রাজনীতিকেও সিনেম্যাটিক পরিবর্ততন আনবে, যা মানুষের বহুকালের প্রত্যাশা।