Logo

বিনোদন

প্রতারণার অভিযোগে শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২০:০০

প্রতারণার অভিযোগে শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে রাজস্থানে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। রাজস্থানের ভরতপুর জেলার বাসিন্দা কীর্তি সিংহ মামলাটি দায়ের করেন। মামলায় এই দুই তারকার সঙ্গে একটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ছয়জন কর্মকর্তার নামও রয়েছে।

কীর্তির অভিযোগ, প্রায় ২৩ লাখ ৯৭ হাজার রুপিতে হুন্দাই কোম্পানির একটি গাড়ি কেনেন তিনি। গাড়িটি কেনার পর থেকেই নানান সমস্যা দেখা দিচ্ছিল। বহুবার অভিযোগ জানানোর পরও কোম্পানি কোনো ব্যবস্থা নেয়নি।

গাড়ি ইস্যুতে শাহরুখ ও দীপিকার নাম যুক্ত হওয়ার কারণ হল- তারা দুজন ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কীর্তি সিংহর অভিযোগ, তিনি মূলত শাহরুখ ও দীপিকার করা বিজ্ঞাপন দেখে গাড়িটি কিনেছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় আইনে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদেরও দায়ী করা যায়, যদি তারা যে পণ্যের প্রচার করেন তা প্রতারণামূলক বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হয়। ভোক্তা সুরক্ষা আইন ২০১৯ অনুযায়ী, বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য প্রচারকদের জরিমানা করার ক্ষমতা রাখে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ)।

প্রথমে বিষয়টি ভরতপুরের সিজেএম কোর্ট নং-২-এ ব্যক্তিগত অভিযোগ হিসেবে ওঠে। আদালত নির্দেশ দেওয়ার পর মথুরা গেট থানায় এফআইআর রেকর্ড হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধির ধারা ৪২০ (প্রতারণা) এবং অন্যান্য সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে। বর্তমানে ভরতপুর পুলিশ তদন্ত শুরু করেছে।

শাহরুখ খান ১৯৯৮ সাল থেকে হুন্দাই ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। তখনই ভারতে বাজারে আসে হুন্ডাইয়ের প্রথম গাড়ি স্যান্ট্রো। শাহরুখ পরবর্তীতে বহু ক্যাম্পেইনে অংশ নিয়েছেন, এমনকি অটো এক্সপো ২০২৩-এ হুন্দাই আয়নিক ৫ ইলেকট্রিক এসইউভি-র উন্মোচনও করেছিলেন।

অন্যদিকে, দীপিকা পাড়ুকোন ২০২৩ সালের ডিসেম্বর থেকে হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। সম্প্রতি দুজনকে একসঙ্গে দেখা গেছে ২০২৪ হুন্দাই ক্রেটা-র বিজ্ঞাপনে, যেখানে তারা আন্ডারকভার এজেন্ট সেজে গাড়ির নানা বৈশিষ্ট্য তুলে ধরেন। এর আগে হুন্দাই ক্রেতা ইলেকট্রিক মডেলের প্রচারেও অংশ নিয়েছিলেন দীপিকা। 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন বলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর