Logo

বিনোদন

সাংসারিক জীবনে আমার ব্যর্থতার শেষ নাই : চঞ্চল চৌধুরী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১২:০৯

সাংসারিক জীবনে আমার ব্যর্থতার শেষ নাই : চঞ্চল চৌধুরী

অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেছেন, অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও সাংসারিক জীবনে আমার ব্যর্থতার শেষ নেই।

বুধবার (২৭ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুরোনো একটি ছবি পোস্ট করেছেন তিনি। যার ক্যাপশনে একথা জানান অভিনেতা।

পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘এই ছবিটা অনেক বছর আগের…! আজ থেকে প্রায় পনেরো বছর আগের তোলা। সম্ভবত কোনো এক পত্রিকার ফটো সাংবাদিক বাসায় এসে ছবিটা তুলেছিলেন। ছবিতে আমাকে, আমার স্ত্রী শান্তা এবং আমাদের ছেলে শুদ্ধকে দেখা যাচ্ছে।

তিনি আরও লিখেন, ‘শুদ্ধ তখন অনেক ছোট… আসল কথাই বলতে ভুলে গেছি... আজ যে আমাদের বিয়ের দিন, সেটাও যেমন ভুলে গেছিলাম…কত তম সেটাও মনে করতে পারছি না! কিছুক্ষণ আগে শান্তা যখন কিছু একটা লিখে মনে করাল, ভেতরে কিছুটা লজ্জা এবং অপরাধ বোধও কাজ করছিল! সত্যিই আমার মনে ছিল না…প্রায় বছরই এরকম ঘটে!’

চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও সাংসারিক জীবনে কিন্তু আমার ব্যর্থতার শেষ নেই। আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখের মত! এত কিছুর পরেও সেখান থেকে তেমন কোন বড় অভিযোগ আসেনা বলেই…এখনো টিকে আছি! ধন্যবাদ শান্তা…শুভ বিবাহ বার্ষিকী।’

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর