Logo

বিনোদন

শুভশ্রীকে দেবের কটাক্ষ, কড়া জবাব নায়িকার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ২০:৫২

শুভশ্রীকে দেবের কটাক্ষ, কড়া জবাব নায়িকার

ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি দেব ও শুভশ্রী। একসময় পর্দায় যেমন রোমান্স করতেন, তেমনি বাস্তব জীবনেও ছিল তাদের প্রেমের সম্পর্ক। তবে দীর্ঘ বিরতি শেষে ১০ বছর পর আবারও একসঙ্গে দেখা গেল তাদের, সর্বশেষ ছবি ‘ধূমকেতু’র মাধ্যমে। সিনেমাটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলছে। কিন্তু সিনেমার সাফল্যের আনন্দের মাঝেই ফের বিতর্ক। কারণ দেবের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা।

এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, যদি ‘ধূমকেতু’ ২০২৫ সালে নির্মিত হতো, তবে কি তিনি শুভশ্রীকে নায়িকা হিসেবে নিতেন? উত্তরে দেব জানান— ‘শুভশ্রী এখন দুই সন্তানের মা। ফলে ওর মুখের ইনোসেন্স বা সারল্য আর নেই। নায়িকা হিসেবে নয়, তবে কোনো পার্শ্ব চরিত্রে নিলে নেওয়া যেত।’

এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। সরাসরি জবাবে তিনি বলেন— ‘কী বলব? একজন সেন্সেবল মানুষ কীভাবে এরকম কথা বলতে পারে! আমি মা হয়েছি, সন্তান জন্ম দিয়েছি— এতে আমার কোনো লজ্জা নেই। আমার কাছে চরিত্রটাই মুখ্য। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এভাবে অসম্মান করা, সেটা সত্যিই মানা যায় না।’

শুধু তাই নয়, ভবিষ্যতে দেবের সঙ্গে নতুন কোনো সিনেমায় কাজ করবেন কি না— এমন প্রশ্নে শুভশ্রী আক্ষেপের সুরে বলেন, ‘আমি এসব জানি না। মা হয়েছি বলেই নাকি আমার মুখে সারল্য নেই। তাহলে কীভাবে আবার একসঙ্গে কাজ করব?’

দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় ফেরা এই তারকা জুটি নিয়ে দর্শকের আগ্রহ আকাশছোঁয়া হলেও, দেবের মন্তব্য এবং শুভশ্রীর জবাব এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে টলিউডে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনেতা দেব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর