নির্লজ্জদের জন্যই মন্ত্রীদের চেয়ার : আসিফের ক্ষোভ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১০:৩৩

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর মন্ত্রীদের দায়হীনতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার (৩০ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করেন না, তারা নির্লজ্জ। এখন দেখি, ওই চেয়ার নির্লজ্জদের জন্যই।’
তার এই মন্তব্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। আসিফ আকবর অতীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার মতামত প্রকাশ করে আসছেন।
এর আগে ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
এ ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। এ নিয়ে তীব্র সমালোচনা চলছে। এছাড়া অতিসম্প্রতি উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের কর্মকাণ্ড নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে।
এআরএস/এমবি