-68b318d13dd9e.jpg)
দেশের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘ ক্যারিয়ারে ছোটপর্দায় অসংখ্য জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনের এক দুঃসময় তার ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেললেও, দৃঢ় আত্মবিশ্বাসে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি।
টেলিভিশন নাটক দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া প্রভা এবার প্রথমবারের মতো পা রাখছেন বড় পর্দায়। দীর্ঘদিন ধরেই একাধিক সিনেমার প্রস্তাব পেলেও তিনি রাজি হননি। তবে এবার ব্যতিক্রম ঘটছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে নির্মিত হতে যাওয়া একটি চলচ্চিত্রে নিরুপমা চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে জুটি বাঁধছেন জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন।
সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। ইতোমধ্যেই শুটিং শুরু হয়েছে। যদিও নির্মাতারা এখনো মুক্তির সম্ভাব্য সময় নিয়ে কিছু জানাননি, তবে দর্শকরা এই সিনেমার জন্য দারুণভাবে অপেক্ষা করছেন।