Logo

বিনোদন

কোরআনের শপথ করে নিজেকে ‘কুমারি’ দাবি করলেন মেঘনা আলম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২০:১৬

আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১

দেশের আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম আবারও সংবাদের শিরোনামে। রবিবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, তার চরিত্র নিয়ে যে সব অপপ্রচার চলছে, তা বন্ধ হওয়া জরুরি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এখনও তিনি অবিবাহিতা ও কুমারী।

ফেসবুকে মেঘনা আলম লিখেছেন, ‘আল-কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আজ আদালতে আমি শপথ করেছি সেই কোরআন হাতে নিয়ে যেটি আমাকে উপহার দিয়েছিল ঈসা, আরেকটি যেটি সৌদি বাদশাহ কর্তৃক মুদ্রিত ও সৌদি দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণকৃত।

আমি আল-কোরআনের উপর হাত রেখে ঘোষণা করেছি, আমার জীবনে আমি কখনো কারো সাথে যৌন সম্পর্ক করিনি, এমনকি ঈসার সাথেও নয়। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যে কোন অপচেষ্টা বন্ধ হোক।’

তিনি আরও লিখেন, ‘আমাদের সমাজে মানুষ প্রায়ই ভুল করে, দাড়ি-জুব্বা-বোরখা দেখলেই মনে করে সেটিই পবিত্রতার প্রতীক, আর কোনো নারী খোলামেলা পোশাক পরলেই ধরে নেয় সে সহজলভ্য। কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না…আমি কোরআনের কসম খেয়ে বলছি, আমি কখনো সচেতন অবস্থায় কারো সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি।  আজ পর্যন্ত আমি কুমারী। শুধুমাত্র ক্ষমতাধর কারো সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে আমাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা বন্ধ হোক।’

সবশেষে মেঘনা আলম বলেন, ‘ইতিহাসে বারবার নারীকেই অগ্নিপরীক্ষা দিতে হয়, অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন, নিরাপদ ও অব্যাহতি-প্রাপ্ত।’

উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বাসা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মেঘনা আলমকে আটক করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পরদিন আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য আটক রাখার আদেশ দেন। পরে চাঁদাবাজির মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন মেঘনা আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর